আর কিছুক্ষণের মধ্যে আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে সুইজারল্যান্ড। কিন্তু তার আগে সুইসশিবিরে বড় ধাক্কা। আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াইয়ের মাত্র ঘণ্টা আগেই ভাইয়ের মৃত্যুসংবাদ পেলেন সুইস কোচ ওটমার হিজফিল্ড।
সুইস ফুটবল ফেডারেশনের তরফে জানান হয়, ‘আর্জেন্টিনা ম্যাচের আগে ভাইকে হারালেন হিজফিল্ড। উইনফিল্ড দীর্ঘদিন ধরে লিউকোমিয়ায় ভুগছিল। তবে, বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলে দলের সঙ্গে থাকবে হিজফিল্ড।’ মৃত্যুকালে উইনফিল্ডের বয়স হয়েছিল ৮১ বছর। ব্যক্তিগত ভাবে মনমরা হলেও দলে তার প্রভাব পড়তে দিতে চান না সুইস কোচ। আর্জেন্টিনার বিরুদ্ধে দল কালো রংয়ের আর্মব্র্যান্ড পড়বে না বলেও জানান হিজফিল্ড।