বিশ্বকাপে তারকার অভাব নেই। কিন্তু মিডিয়ার বিশেষ নজর রয়েছে লিওনেল মেসি ও নেইমারের দিকেই। তারা কখন কি বলেন, তা জানতে মিডিয়া কর্মীদের আগ্রহের শেষ নেই। কারণ এক্ষেত্রে রয়েছে পাঠকদের ব্যাপক চাহিদা। এবারে বিশ্বকাপ ফাইনালে কোন দুই দল মুখোমুখি হবে তার কোনো নিশ্চয়তাই নেই। অথচ অনেক আগে থেকেই বলা হচ্ছে মেসি ও নেইমার চাচ্ছেন ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হোক। বাস্তবে তারা এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা তা নিয়ে সংশয় থাকলেও পাঠক কিন্তু তা পড়ে মজা পাচ্ছেন। কারণ বাস্তবেও অধিকাংশ ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ফাইনাল হোক ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই। কিন্তু এ পথে আসতে দুদলকে এখনো কয়েক ধাপ সিঁড়ি ভাঙতে হবে।
নকআউট পর্বে জিতে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে না পারলেও মেসি নাকি এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে বলেছেন, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আমি ব্রাজিলকেই দেখতে চাই। একটি ওয়েবসাইটের সূত্র ধরে মেসির এ বক্তব্য যখন লেখা হচ্ছিল তখনো আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের লড়াই চলছিল। পাঠকরা যখন এ প্রতিবেদন পড়বেন তখন নিশ্চয় জেনে যাবেন খেলার ফলাফল। যদি নকআউট পর্ব থেকে আর্জেন্টিনা আউট হয়ে যায় তাহলে মেসির চাওয়া পূরণ হবে কিভাবে? ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে মেসি বলছেন, 'এখন যে অবস্থা দেখছি তাতে আমরা ফাইনালের পথেই হাঁটছি। অনেকে আগ্রহ থাকতে পারে আমরা যদি ফাইনালে যাই তাহলে প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চাই।' অনেকে হয়তো আমার প্রত্যাশার সঙ্গে একমত হবেন না। কিন্তু ফুটবলের বৃহত্তর স্বার্থে আমি চাইব বিশ্বকাপের ফাইনাল হোক আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে। বলতে পারেন কেন? দেখেন আপনি যদি জরিপ চালান তাহলে আমি নিশ্চিত শতকরা ৭৫ ভাগই দর্শক চাইবেন ফাইনাল হোক মেসি ও নেইমারদের মধ্যে। এত যখন চাহিদা তাই আমিও চাই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে ব্রাজিলই মাঠে নামুক।'