ভারতের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ গত ১৫ জুন। এরপর দুই সপ্তাহ বিশ্রামে কাটিয়েছেন মুশফিকুর রহিমরা। বিশ্রামের পর গতকাল আবার মাঠে নেমেছে টাইগার ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ট্রেনার মারিও ভিলাভারায়নের তত্ত্বাবধানে শুরু হয়েছে ট্রেনিং ক্যাম্প। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এরপর বন্ধ। দেশের বাইরে থাকায় অনুশীলনে উপস্থিত হননি বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল। সাকিব উপস্থিত থাকলেও অনুশীলন করেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য আজ বার্বাডোজ যাচ্ছেন সাকিব। সিপিএলে সাকিব খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টে। দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০ খেলতে মুশফিকরা ওয়েস্ট ইন্ডিজ যাবেন ১৩ আগস্ট। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ড্রেসিং রুমের বাইরে যান সাকিব। গ্যালারিতে যেয়ে এক ক্রিকেটপ্রেমীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় হেয়ারিংয়ের মুখোমুখি হয়েছিলেন সাকিব। কিন্তু টিম ম্যানেজারের রিপোর্ট না থাকায় কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। গতকাল পর্যন্ত অবশ্য রিপোর্ট জমা দেননি টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ঢাকায় আসলেই রিপোর্টটি জমা দেওয়া হবে।
ক্যারিবীয় সফরকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তাতে কাল যোগ হয়েছে আরও দুই নাম। সবাইকে বিস্মিত করেছে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার জুবায়ের হোসেনের অন্তর্ভুক্তি। জাতীয় দলের ক্যাম্পে এই প্রথম ডাক পেলেন জুবায়ের। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে তিনি একটি ম্যাচ খেলেননি। অথচ জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে তার বোলিং মুগ্ধ করেছে নির্বাচকদের। তাই নেওয়া হয়েছে তাকে। নির্বাচকরা জুবায়েরের বোলিংয়ে মুগ্ধ হলেও বিস্ময়ের জন্ম দিয়েছে। যুব বিশ্বকাপের পাশাপাশি এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেননি জুবায়ের। অথচ নুর হোসেন মুন্না নামে আরও একজন লেগ স্পিনার রয়েছেন গত তিন মৌসুম ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন। কিন্তু তার জায়গা হয়নি।