কোনো স্থানের তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেন্টিগ্রেট পার হয়ে যায় তবে ফিফার নিয়মানুসারে 'পানি পান' বিরতি বাধ্যতামূলক। কিন্তু দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো ও নেদারল্যান্ডের ম্যাচে তাপমাত্রা ৪০-এর কাছাকাছি থাকায় দেওয়া হয়েছে 'কুলিং ব্রেক'। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঘটনা। তবে ব্রাজিলের একটি আদালত বিশ্বকাপ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে তারা যাতে 'কুলিং ব্রেক' বাধ্যতামূলক করতে ফিফার সঙ্গে কথা বলে।