সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারিনার গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে পিনপতন নীরবতা। বিশাল আকাশি সমুদ্রে মাঝে মধ্যে পদ্মের মতো ফুটে উঠা লাল রঙাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আর্জেন্টিনার সঙ্গে তাহলে ড্রতেই শেষ হচ্ছে নির্ধারিত নব্বই এবং অতিরিক্ত ত্রিশ মিনিট! সুইসদের জন্য ড্র মানেই তো কোয়ার্টার ফাইনাল খেলার অপার সম্ভাবনা। টাইব্রেকারে জয়ের জন্য কেবল ভাগ্যদেবীকে সঙ্গে চাই। যে দলটা পুরো ম্যাচে ভাগ্যদেবীর সহায়তা পেয়েছে। লিওনেল মেসির ছুড়ে দেওয়া অসংখ্য তীর-বল্লম দুর্ভেদ্য বর্মের মতোই রুখে দিয়েছে সে দলটা টাইব্রেকার পেলে তো মহাখুশি। ওখানে মহা ঘটনা ঘটতেও তো পারে। কিন্তু ‘ম্যাজিক ম্যান’ তার জাদুর বাক্সের শেষ মন্ত্রটা লুকিয়ে রেখেছিলেন। ওটা যখন উচ্চারণ করলেন, সুইসদের ভাগ্যদেবীও তাদেরকে রক্ষা করতে পারল না।
লিওনেল মেসির ‘ম্যাজিকাল মোমেন্টামে’র শিকার হলো সুইজারল্যান্ডও। অতিরিক্ত ত্রিশ মিনিট খেলতে নেমে দুই মিনিট হাতে রেখেই লিওনেল মেসির অসাধারণ একটা পাসে গোল করলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঝ মাঠের কিছুটা সামনে থেকে বল নিয়ে ছুটলেন মেসি। পিছু নিল সুইস ডিফেন্স লাইনের লড়াকুরা। তাদের পিছনে ফেলে ডি-বক্সের লাইনের ঠিক মধ্যভাগ থেকে বাম পায়ে ক্রস দিলেন ডি মারিয়াকে। অধিনায়কের কাছ থেকে একটা গোল উপহারই পেলেন ম্যাচে দারুণ খেলা রিয়াল মাদ্রিদ তারকা। তবে গোল করেও ম্যাচ সেরার পুরস্কার মেসির কাছ থেকে কেড়ে নিতে পারেননি ডি মারিয়া। এই নিয়ে ব্রাজিল বিশ্বকাপে টানা চার ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার জয় করলেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্ব রেকর্ডই বটে! তিনি কেন টানা চারবারের বর্ষ সেরা ফুটবলার এর প্রমাণই কি দিলেন টানা চার ম্যাচে সেরা তারকার পুরস্কার জিতে!
আরও একবার মেসির কাঁধে ভর করে আর্জেন্টিনা পাড়ি দিল আল্পসের উচ্চতা। এই আর্জেন্টিনা কেমন খেলল? এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও কঠিন কিছু নয়। ডিফেন্স লাইনে এখনো অসংখ্য ফাঁক-ফোকর রয়েছে। মিডফিল্ড বলতে কিছু নেই। মেসির চারপাশে থাকা তারকা ফুটবলাররা মেসিকে বুঝতেই পারেন না। যেখানে নির্ধারিত নব্বই মিনিটেই নিশ্চিত কয়েকটা গোলের সুযোগ এনে দিয়েছিলেন মেসি সেখানে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে ১২০ মিনিটের ম্যাচ। টানা চারটা ম্যাচে আর্জেন্টিনার ভার একাই বয়েছেন লিওনেল মেসি। করেছেন চারটা গোলও। গতকাল গোল না পেলেও হয়েছেন সেরা তারকা। গোল্ডেন বুট না হোক, গোল্ডেন বলের দাবিদার তিনি হতেই পারেন! আর কে জানে, ফাইনাল পর্যন্ত গেলে হয়ত দুটোই ঝুলিতে নিয়ে বাড়ি ফিরবেন মেসি!
পুরো পৃথিবী চাইছে, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। লিওনেল মেসিও তাই চান। নেইমারেরও আকাঙ্খা ওটাই। বিশ্বকাপের গতিপথ তো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের দিকেই। দুই দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। আর মাত্র তো দুইটা ধাপ! এরপরই কি ফুটবল বিশ্বের চিরকালীন আকাক্সক্ষা পূরণ হতে যাচ্ছে!
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
গোল মারিয়ার নায়ক মেসিই
শেষ আটে আর্জেন্টিনা
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর