সাও পাওলোর করিন্থিয়ানস অ্যারিনার গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে পিনপতন নীরবতা। বিশাল আকাশি সমুদ্রে মাঝে মধ্যে পদ্মের মতো ফুটে উঠা লাল রঙাদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আর্জেন্টিনার সঙ্গে তাহলে ড্রতেই শেষ হচ্ছে নির্ধারিত নব্বই এবং অতিরিক্ত ত্রিশ মিনিট! সুইসদের জন্য ড্র মানেই তো কোয়ার্টার ফাইনাল খেলার অপার সম্ভাবনা। টাইব্রেকারে জয়ের জন্য কেবল ভাগ্যদেবীকে সঙ্গে চাই। যে দলটা পুরো ম্যাচে ভাগ্যদেবীর সহায়তা পেয়েছে। লিওনেল মেসির ছুড়ে দেওয়া অসংখ্য তীর-বল্লম দুর্ভেদ্য বর্মের মতোই রুখে দিয়েছে সে দলটা টাইব্রেকার পেলে তো মহাখুশি। ওখানে মহা ঘটনা ঘটতেও তো পারে। কিন্তু ‘ম্যাজিক ম্যান’ তার জাদুর বাক্সের শেষ মন্ত্রটা লুকিয়ে রেখেছিলেন। ওটা যখন উচ্চারণ করলেন, সুইসদের ভাগ্যদেবীও তাদেরকে রক্ষা করতে পারল না।
লিওনেল মেসির ‘ম্যাজিকাল মোমেন্টামে’র শিকার হলো সুইজারল্যান্ডও। অতিরিক্ত ত্রিশ মিনিট খেলতে নেমে দুই মিনিট হাতে রেখেই লিওনেল মেসির অসাধারণ একটা পাসে গোল করলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঝ মাঠের কিছুটা সামনে থেকে বল নিয়ে ছুটলেন মেসি। পিছু নিল সুইস ডিফেন্স লাইনের লড়াকুরা। তাদের পিছনে ফেলে ডি-বক্সের লাইনের ঠিক মধ্যভাগ থেকে বাম পায়ে ক্রস দিলেন ডি মারিয়াকে। অধিনায়কের কাছ থেকে একটা গোল উপহারই পেলেন ম্যাচে দারুণ খেলা রিয়াল মাদ্রিদ তারকা। তবে গোল করেও ম্যাচ সেরার পুরস্কার মেসির কাছ থেকে কেড়ে নিতে পারেননি ডি মারিয়া। এই নিয়ে ব্রাজিল বিশ্বকাপে টানা চার ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার জয় করলেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্ব রেকর্ডই বটে! তিনি কেন টানা চারবারের বর্ষ সেরা ফুটবলার এর প্রমাণই কি দিলেন টানা চার ম্যাচে সেরা তারকার পুরস্কার জিতে!
আরও একবার মেসির কাঁধে ভর করে আর্জেন্টিনা পাড়ি দিল আল্পসের উচ্চতা। এই আর্জেন্টিনা কেমন খেলল? এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও কঠিন কিছু নয়। ডিফেন্স লাইনে এখনো অসংখ্য ফাঁক-ফোকর রয়েছে। মিডফিল্ড বলতে কিছু নেই। মেসির চারপাশে থাকা তারকা ফুটবলাররা মেসিকে বুঝতেই পারেন না। যেখানে নির্ধারিত নব্বই মিনিটেই নিশ্চিত কয়েকটা গোলের সুযোগ এনে দিয়েছিলেন মেসি সেখানে আর্জেন্টিনাকে খেলতে হয়েছে ১২০ মিনিটের ম্যাচ। টানা চারটা ম্যাচে আর্জেন্টিনার ভার একাই বয়েছেন লিওনেল মেসি। করেছেন চারটা গোলও। গতকাল গোল না পেলেও হয়েছেন সেরা তারকা। গোল্ডেন বুট না হোক, গোল্ডেন বলের দাবিদার তিনি হতেই পারেন! আর কে জানে, ফাইনাল পর্যন্ত গেলে হয়ত দুটোই ঝুলিতে নিয়ে বাড়ি ফিরবেন মেসি!
পুরো পৃথিবী চাইছে, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। লিওনেল মেসিও তাই চান। নেইমারেরও আকাঙ্খা ওটাই। বিশ্বকাপের গতিপথ তো ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের দিকেই। দুই দলই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। আর মাত্র তো দুইটা ধাপ! এরপরই কি ফুটবল বিশ্বের চিরকালীন আকাক্সক্ষা পূরণ হতে যাচ্ছে!
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
গোল মারিয়ার নায়ক মেসিই
শেষ আটে আর্জেন্টিনা
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার