প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দারুণ খেলেও ২-০ গোলের পরাজয়। তার জেরে নাইজেরিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিফেন কেশি। বিশ্বকাপে নাইজেরিয়ার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার নিজে মাথায় নিয়েই কোচের পদে ইস্তফা দিয়েছেন কেশি।
ফিফার ওয়েবসাইটে এক টুইট বার্তার মাধ্যমে কেশি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
টুইটবার্তায় কেশি বলেন, 'বন্ধুরা, নাইজেরিয়াকে কোচিংয়ের সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সুপার ইগলকে কোচিং করানো খুব গর্বের বিষয়। তবে এখন সরে দাঁড়ানোর সময়।'
এরপর কোথায় কোচিং করাবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি স্ত্রী ও ছেলেদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওদের সঙ্গে দীর্ঘদিন দেখা করিনি। তারপর ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবো।'
প্রসঙ্গত, ১৯৯৪ সালে আমেরিকা বিশ্বকাপে নাইজেরিয়া দলের অধিনায়ক ছিলেন কেশি। তারপর টোগো ও মালিকে কোচিং করিয়েছেন তিনি।