সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এসি মিলান ছাড়ার সিদ্ধান্ত নিলেন রিকার্ডো কাকা। আসন্ন মৌসুমে মেজর লিগ সকার টিম ওরল্যান্ডো সিটির হয়েই খেলতে দেখা যাবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের তারকা এ স্ট্রাইকারকে। মিলানের একটি টিভি চ্যানেলকে কাকা জানান, ‘যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবে খেলার আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত সেখানে খেলার জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছি।’
গত মৌসুমেই কাকার মিলান ছাড়া নিয়ে জোর জল্পনা ছিল। কিন্তু শেষমেশ ইতালির প্রথম সারির ক্লাবেই থেকে যান ব্রাজিলের এ তারকা। কিন্তু নতুন মৌসুমে মিলান ছাড়ার সিদ্ধান্ত পাকা করে ফেললেন কাকা। তবে তার পুরনো ক্লাব সাও পাওলো এফসিতে নয়, ৩২ বছর বয়সী কাকা পাড়ি দিলেন মার্কিন মুলুকে। নিজের নতুন দল সম্বন্ধে কাকা বলেন ,‘ওরল্যান্ডো সিটি একটা নতুন দল এবং সব থেকে বড় কথা এই দলের মালিক একজন ব্রাজিলিয়ান।
কাকা তার ক্যারিয়ারের প্রথম দু'বছর সাও পাওলো ফুটবল ক্লাবেই খেলেছিলেন। কিন্তু ২০০৩ সালে এসি মিলানের জার্সি গায়ে জড়ান তিনি। ইতালির ক্লাবটিতে টানা সাত বছর খেলেন। কিন্তু ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ২০১৩ সালে ফের মিলানে ফিরেন তিনি। মিলানের হয়ে ১০৪ টি গোলও এসেছে তার পা থেকে। পাশাপাশি এসি মিলানকে তিনি সিরি-এ, চ্যাম্পিয়্ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের খেতাব এনে দিয়েছিলেন।
মিলান ছাড়ার আগে কাকা জানান ,‘এসি মিলানে ফিরে আসা আমার জীবেনর একটা গুরুত্ত্বপূর্ণ অধ্যায়। ক্লাবের হয়ে ৩০০ টি ম্যাচ খেলে ১০০ টি গোল করেছি। আজ আমি যা হয়েছি সব এই ক্লাবের জন্যই। রিয়াল মাদ্রিদে যখন ছিলাম তখন ব্রাজিলের জাতীয় দলে ফেরার কোনো সম্ভবনাই তৈরি হয়নি। ২০১৪ বিশ্বকাপের স্কোয়াডে শেষ অবধি জায়গা না পেলেও গত মৌসুম আমাকে অনেক কিছু দিয়েছে। মিলান সমর্থকরা সব সময় আমার পাশে ছিল। আমি আজীবন মিলানের সমর্থক হয়েই থাকব।’