বেশ খোশমেজাজেই আছেন দুই ডাচ কোচ লোডডিক ক্রুইফ ও রেনে কোস্টার। মাঝে বকেয়া বেতনসহ আরও কিছু বিষয় নিয়ে বেশ অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন ফুটবলের এ দুই কোচ। শঙ্কা ছিল তাদের ঢাকা ফেরা নিয়ে। শেষ পর্যন্ত তারা ফিরে এসেছেন এবং সাভারে এশিয়ান গেমসে ডাক পাওয়া ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন। বেতনের পুরো অংশ শোধ না করা হলেও দুজনকে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। বাফুফে থেকে বলা হয়েছে-খুব শীঘ্রই বেতনের বাকি অংশ তুলে দেওয়া হবে। বেশ মুডেই এশিয়ান গেমসের দায়িত্ব শুরু করলেও বিকেএসপিতে গিয়ে দুই দিন পরই দুই ডাচ ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি অবশ্য অর্থসংক্রান্ত নয়। বিকেএসপিতে থাকার জন্য তাদের যে রুম দেওয়া হয়েছিল তা পছন্দ হচ্ছিল না। ম্যানেজার আমিরুল ইসলামকে তারা ক্ষুব্ধ হয়ে জানান, এ ধরনের রুমে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। তাই তারা প্রতিদিন ঢাকা থেকে এসে প্রশিক্ষণ দিতে চান। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি মানতে পারেননি। তার কথা, ক্যাম্প চলবে বিকেএসপিতে কোচ থাকবেন ঢাকায়, তা হতে পারে না।
শুক্রবার বিকালেই সহ-সভাপতি তাবিথ আউয়াল, ম্যানেজার বাবু আলোচনায় বসেন দুই কোচের সঙ্গে। সেখানে সব সমস্যার সমাধান হয়ে যায়। কারণ দুই কোচের উন্নতমানের রুমের ব্যবস্থা করা হয়েছে, যা দেখে দুজনই সন্তুষ্ট। জানা গেছে, বিকেএসপিতে মন্ত্রী-সচিবরা সাধারণত যে ভিভিআইপি রুম ব্যবহার করেন তা-ই দুই কোচকে দেওয়া হয়েছে। উন্নতমানের খাবার সরবরাহ করা হচ্ছে তাদের। বাবু জানান, যখন যা প্রয়োজন তা-ই তারা পাচ্ছেন। এতে তারা দারুণ খুশি।
এদিকে গতকাল বিকেএসপি ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। আজ বাফুফে বাছাই একাদশের সঙ্গে এশিয়ানগামী ফুটবলারদের প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা। পরে আর্মি দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশ নেবে বলে বাবু জানান।
শিরোনাম
- মাছের ঘের নিয়ে গোলাগুলি, কক্সবাজারে নিহত ১
- উন্মোচনের আগেই বাজারে আইফোন ১৭!
- বিশ্বের প্রথম স্মার্টফোন: কোন কোম্পানির, কেমন ছিল সেই ডিভাইস
- আরবাজের সঙ্গে বিচ্ছেদ, অর্জুনের সঙ্গে সম্পর্ক: যা জানালেন মালাইকা
- কক্সবাজারে হঠাৎ অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
- জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
- ‘ওয়ার টু’ মুক্তির দুই দিনে পার করেছে ১০০ কোটির মাইলফলক
- রবিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’
- মোরেলগঞ্জে ১৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
- ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে জন্মাষ্টমী উৎসবে তিন বাহিনী প্রধান
- বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
- কুমিল্লায় প্রাইভেটকারের ধাক্কায় মা-শিশু নিহত, আহত ৩
- কাল যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত চালক
- গ্রেফতার লামা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও তার পুত্র
- হাসনাত-সারজিস-জারাসহ এনসিপির ৫ নেতার শোকজ প্রত্যাহার
- গোপালগঞ্জ নয়, দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে : স্বাস্থ্য উপদেষ্টা
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
খোশমেজাজে ক্রুইফ-কোস্টার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর