দুজনকে একসঙ্গে কোথায় দেখা যায়নি! ইউরোপ আমেরিকার ফুটবল কিংবা রাগবি স্টেডিয়ামের গ্যালারিতে। গলফ কোর্স কিংবা টেনিস কোর্টে। ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন উজনিয়াকি এবং আইরিশ গলফার ররি ম্যাকলরয় দীর্ঘদিন থেকেই চুটিয়ে প্রেম করছিলেন। তবে বান্ধবী উজনিয়াকি বোধ হয় ম্যাকলরয়ের সফলতার পথে বাধা হয়েই দাঁড়িয়েছিলেন। বেশ কয়েকদিন আগে আইরিশ এই গলফার জানালেন, সম্পর্ক চুকাতে চান তিনি উজনিয়াকির সঙ্গে। এ কেমন কথা হলো! কিছুদিনের মধ্যেই তো দুজনের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল! সম্পর্কটা কেন ভেঙে দিলেন, কারণ ব্যাখ্যা করেছেন ম্যাকলরয়।
'যা হয়েছে আমার গলফের জন্য ভালোই হয়েছে। এখন আমি আগের চেয়ে বেশি সময় দিতে পারি গলফে। আমি আগেও কঠোর পরিশ্রম করেছি। তবে গত কয়েক মাসে আরও বেশি সময় দিতে পারছি।' দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সম্পর্ক ঘুচানোটা অবশ্য ম্যাকলরয়ের জন্য ভালোই হয়েছে। গত দুই মাসে তিনি সফলতা পেয়েছেন। এর মধ্যে আছে একটা মেজর টুর্নামেন্ট দি ওপেন চ্যাম্পিয়নশিপের শিরোপাও। ম্যাকলরয় এবার খেলতে যাচ্ছেন ইউএসপিজিএ ট্যুরে। সেখানেও নিশ্চিন্তে খেলতে চান তিনি। তবে কি বান্ধবীর সঙ্গে পুনর্মিলন আর হচ্ছে না! এ ব্যাপারে এখনো নীরব দুই পক্ষই। অথচ গত বছরই ম্যাকলরয় বলছিলেন, উজনিয়াকি তার প্রেরণা। বান্ধবীর জন্য গলফের মোটেও ক্ষতি হচ্ছে না। এক বছর না যেতেই তার সুর বদলে গেল! ম্যাকলরয়ের পথ থেকে ড্যানিশ সুন্দরী উজনিয়াকি সরে যাওয়ার পর থেকে দুরন্ত গতিতে সামনে চলছেন আইরিশ গলফার। দেখা যাক, বান্ধবীহীন তার এই পথচলা কত দিন ধরে চলে! সূত্র: ডেইলি মেইল