গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্টের চার দিন পার হওয়ার পর পাল্লা কিছুটা লঙ্কানদের দিকেই ঝুঁকে থাকল। দুই দলই একটি করে ইনিংস খেলেছে। পাকিস্তানের ৪৫১ রানের জবাবে লঙ্কানরা প্রথম ইনিংসে করেছে ৫৩৩ রান। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল শেষ বিকালে পাকিস্তান হারিয়েছে খুররম মনজুরের গুরুত্বপূর্ণ একটা উইকেট। লিড নেওয়ার জন্য সামনে এখনো ৭৮ রান। এই ফাঁকে লঙ্কানরা যদি পাকিস্তানের ৯টা উইকেট শিকার করতে পারে, তবে গল টেস্টে জিততে পারে শ্রীলঙ্কা। শেষ দিনের নাটকীয়তার অপেক্ষায় আছে সিরিজের প্রথম টেস্ট। জীবনের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমেছেন মাহেলা জয়াবর্ধনে। গল টেস্টে জিততে পারলে শেষটা দারুণভাবেই করতে পারবেন এই লঙ্কান গ্রেট ব্যাটসম্যান। প্রথম ইনিংসে তিনি ৫৯ রান করেছেন। অবশ্য লঙ্কানদের প্রথম ইনিংসের নায়ক কুমার সাঙ্গাকারা। তিনি ক্যারিয়ারের অস্টম ডাবল সেঞ্চুরি করেছেন। ২২১ রান করে আউট হয়েছেন আবদুর রহমানের বলে। এর আগে পাকিস্তান ইউনুস খানের ১৭৭ রানে ৪৫১ রান সংগ্রহ করেছিল। গল টেস্টে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন পেরেরা এবং আজমল। দুজনেই ৫টি করে উইকেট শিকার করেছেন।