কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ হকি জাতীয় দল। সফরকারী ভারত 'এ' দলের সঙ্গে তিন প্রীতি ম্যাচের সব কটিতে হেরে হোয়াইটওয়াশ হয়েছেন চয়নরা। বিকেএসপিতে অনুষ্ঠিত তিন ম্যাচের প্রথমটি প্রতিদ্বন্দ্বিতা করে ১-২ গোলে হারে বাংলাদেশ। সম্ভবত ক্লান্তির কারণে সফরকারীরা প্রথম ম্যাচে ঠিকমতো নিজেদের তুলে ধরতে পারেনি। দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। গতকাল শেষ ম্যাচে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়াতে চেয়েছিল। যদিও ৫ মিনিটে প্রথম গোল হজম করেছে। তার পরও চয়ন, মিমোদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব ফুটে উঠেছিল। কিন্তু অভিজ্ঞ তারকাসমৃদ্ধ ভারতের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি। ৬ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে যুবরাজ গোল করে ভারতকে এগিয়ে রাখেন। দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ করলেও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৩৮ মিনিটে গুরুদ্বীপ পেনালটি কর্নারের মাধ্যমে ব্যবধান বাড়ান। ৫৫ মিনিটে বাংলাদেশের মিমো ব্যবধান কমালেও ১ মিনিট পরই বিক্রম জালে বল পাঠিয়ে ভারতকে ৩-১ গোলে জিতিয়ে দেন। ম্যাচ শেষে উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিকেএসপির মহাপরিচারক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুস সাদেক। এ সময় ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ, যুগ্ম-সম্পাদক মো. ইউসুফ আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।