বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই হঠাৎ অবসরের ঘোষণা দেন জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। এতে ভক্তরা ভীষণভাবে আহত হয়েছিলেন। অনেকে ভেবেছিলেন হয়তো কোনো কারণে অভিমানে অবসর নিতে পারেন লাম। ঠিকই আবার ফিরে আসবেন। কিন্তু গতকাল ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। লাম বলেন, 'না, কখনোই আমি আর জাতীয় দলে ফিরব না। একবার যখন না বলেছি সেটা কখনোই হ্যাঁ হতে পারে না। কোনো কোনো বিষয়ে সব সময়ই এমনটা হওয়া উচিত। তবে সত্যি করে বলছি, ফিরে আসার সব সম্ভাবনা আমি নাকচ করে দিচ্ছি।'
জার্মান জাতীয় দলের অধিনায়ক হিসেবে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জয়ের পাঁচ দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন লাম। সিদ্ধান্তটি আবেগের বশবর্তী হয়ে নিয়েছেন কি না, এমন প্রশ্নে লাম বলেন, 'শতভাগ নিশ্চিত হয়েই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।' এখন লামের দৃষ্টি বায়ার্ন মিউনিখের হয়ে নতুন মৌসুমের দিকে। বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে তার ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে।