ঢাকায় কবে আন্তর্জাতিক ফুটবল হয়েছিল তা হয়তো অনেকেরই মনে নেই। না থাকারই কথা। যে দেশে ফুটবল এত জনপ্রিয় সেখানে কি না শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবল হয়েছিল ১৯৯৯ সালে। হ্যাঁ, বঙ্গবন্ধু কাপই ছিল ঢাকায় শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরপর দীর্ঘ ১৫ বছর কেটে গেলেও ঢাকায় বঙ্গবন্ধু, প্রেসিডেন্ট বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। অবশ্য এএফসির রুটিনমাফিক ঢাকায় চ্যালেঞ্জ কাপ ও প্রাক-বাছাই পর্ব ফুটবল অনুষ্ঠিত হয়েছে। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচে অংশ নেয়। ১৫ বছর একটা দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট না হওয়া মানে সে দেশের ফুটবল ফেডারেশনের বিশাল ব্যর্থতা।
১৯৯৯ সালের পর কেন বঙ্গবন্ধু বা প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি, এ নিয়ে ফেডারেশনের কর্মকর্তারা নানা যুক্তি উপস্থাপন করেছেন। বর্তমানে কাজী সালাউদ্দিন দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্বে আছেন। তিনি বেশ কবার প্রতিশ্রুতি দিয়েছিলেন বঙ্গবন্ধু কাপ আয়োজনের। এমনকি কোন কোন দেশ আসবে তাও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয়নি। অবশ্য তিনি যুক্তিও দেখিয়েছিলেন ফান্ড সংকটের। আশার কথা, সব সংকটের অবসান ঘটিয়ে দীর্ঘ বছর পর জাঁকজমকভাবেই বঙ্গবন্ধু কাপ আয়োজনের চিন্তাভাবনা চলছে। সেপ্টেম্বরে আসর হওয়ার কথা থাকলেও এশিয়ান গেমসের কারণে তা সম্ভব হচ্ছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, পরে বাফুফের নির্বাহী কমিটির যে সভা অনুষ্ঠিত হবে সেখানে বঙ্গবন্ধু কাপের তারিখ চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। সত্যি বলতে কী, আগে দুবার হলেও বঙ্গবন্ধু কাপে জলুসের ছাপ ছিল না। অনেক দিন পর জাতির জনকের নামে আসর মাঠে গড়াচ্ছে তাই বাফুফে চাচ্ছে শক্তিশালী দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে জাঁকজমক করে তুলতে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, ওমান ও ভিয়েতনামকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। তাদের সম্মতির ওপর নির্ভর করছে বঙ্গবন্ধু কাপে আরও দেশকে আমন্ত্রণ জানানো হবে কি না। সোহাগ দৃঢ়ভাবে বলেন, ‘অতীতে কী হয়েছে তা আমরা মনে রাখতে চাই না। চলতি বছর ঢাকায় যে বঙ্গবন্ধু কাপ হবেই, তা আমি নিশ্চিত করে বলতে পারি।’
শিরোনাম
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
জাঁকজমকপূর্ণ বঙ্গবন্ধু কাপ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
২ ঘণ্টা আগে | জাতীয়
প্লে স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং পেল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’
৩ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার