দিন দুই আগে সাদা পোশাকে দীর্ঘ পরিসরের ব্যাটিং অনুশীলনের জন্য প্রস্তুতি ম্যাচ খেলেছিল টাইগাররা। কাল খেলল রঙিন পোশাকে, সাদা বলে। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন মুশফিকরা। দুটি ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হয়েছে হার্ড, সুইং ও বাউন্সি উইকেটে। কাল ওয়ানডে ম্যাচের প্রথম সেশন শেষে মিডিয়ার মুখোমুখিতে বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস জানান, প্রস্তুতি ম্যাচ দুটি সফরে যথেষ্ট উপকার করবে ক্রিকেটারদের।
বৃষ্টির জন্য কাল নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল ৪৪ ওভারে ২০১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অলরাউন্ডার মুক্তার আলি। ৫৯ রান করেন বাঁ-হাতি ওপেনসার ইমরুল। এ ছাড়া শামসুর রহমান শুভ ২৭, নাসির হোসেন করেন ২০ রান। ৮ ওভারের স্পেলে ৪৫ রানে ৩ উইকেট নেন বিসিবি লাল দলের পেসার রুবেল হোসেন। অফ স্পিনার সোহাগ গাজী ১০ ওভারের স্পেলে ২ উইকেট নেন ৩৪ রানের খরচে। দুটি করে উইকেট নেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ও অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। সবুজ দলের ব্যাটিং দেখে মনে হয়েছে, কোচ চন্ডিকা হাতুরাসিংহে শিষ্যদের আগে থেকেই উইকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছেন।