জন্মদিনে নিজেকে দারুণ উপহারই দিলেন রজার ফেদেরার। সুইস এই টেনিস তারকা টরন্টোর রজার্স কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। শুক্রবার ছিল ফেদেরারের জন্মদিন। ৩৩ বছর পূর্ণ করলেন এই কিংবদন্তি। জন্মদিনে নিজেকে উপহার দিলেন দারুণ এক জয়। স্প্যানিশ তারকা ডেভিড ফেরারকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ফেদেরার। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তার। সেমিফাইনালে তিনি স্প্যানিশ তারকা লোপেজের মুখোমুখি হবেন। ফেদেরার রজার্স কাপে সর্বশেষ শিরোপা জয় করেছেন ২০০৬ সালে। সেবার তিনি ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটকে হারিয়েছিলেন ফাইনালে। এ ছাড়া ২০০৪ সালে অ্যান্ডি রডিককে হারিয়ে এখানে প্রথম শিরোপা জিতেছিলেন। ২০০৭ ও ২০১১ সালেও এখানে ফাইনাল খেলেছেন তিনি।