গত মৌসুমটা রিয়াল মাদ্রিদে দারুণ কাটিয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যানজেল ডি মারিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার অসাধারণ ফুটবল নৈপুণ্যেই অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফাইনালের সেরা তারকা ছিলেন তিনিই। তারপর বিশ্বকাপেও ছিলেন মেসির সর্বক্ষণের সহযোগী। তবে ইনজুরির কারণে ফাইনাল খেলতে না পারায় আর্জেন্টিনাকে বেশ ভুগতে হয়েছিল। ডি মারিয়াকে দলে টানার জন্য বিশ্বসেরা ক্লাবগুলো মুখিয়ে আছে। আর কার্লো আনসেলত্তিও তাকে বিক্রি করতে চাইছে বলে খবর বেরিয়েছে। এক্সপ্রেসের খবর- ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ডি মারিয়াকে দলে নেওয়ার জন্য ৭০ মিলিয়ন ইউরো (প্রায় ৭৩০ কোটি টাকা) খরচ করতে রাজি।