ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আত্মবিশ্বাসের পারদটাকে আরও বাড়িয়ে নিলেন এনামুল হক বিজয়, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের হার্ড, বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে যে অনুশীলনটা দরকার ক্রিকেটারদের, গত ৭২ ঘণ্টায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়ে শিষ্যদের আত্মবিশ্বাসী করে নিলেন কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে। জাতীয় দলের ক্রিকেটাররা মুশফিক ও মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিসিবি লাল ও বিসিবি সবুজ নামে দুই দলে বিভক্ত হয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেন। প্রথম ম্যাচে মাশরাফির কাছে হারলেও কাল প্রতিশোধ নিয়েছেন মুশফিক। ফ্লাডলাইটের আলোয় ওয়ানডে ম্যাচটিতে মাশরাফির সবুজ দলকে ৭ উইকেটে হারিয়েছে মুশফিকের লাল দল। ম্যাচে ব্যবধান মুখ্য ছিল না। ক্রিকেটারদের প্রস্তুতিটাই মুখ্য ছিল। জয়-পরাজয় পেছনে ফেলে ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন লাল দলের দুই ওপেনার তামিম ও এনামুল। এনামুল খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস। সব মিলিয়ে দুই দলের ওপরের সারির ব্যাটসম্যানরা ভালো বাটিং করেছেন। খেলায় লাল দল বড় জয় পেলেও ব্যাটসম্যানদের প্রস্তুতির স্বার্থে দীর্ঘ সময় ব্যাটিং করান কোচ হাতুরাসিংহে।
বৃষ্টির জন্য কাল নির্ধারিত সময়ের আধঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। প্রথমে ব্যাট করে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বিসিবি সবুজ দল ৪৪ ওভারে ২০১ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন অলরাউন্ডার মুক্তার আলি। ৫৯ রান করেন বাঁ হাতি ওপেনার ইমরুল। এ ছাড়া শামসুর রহমান শুভ ২৭, নাসির হোসেন করেন ২০ রান। ৮ ওভারের স্পেলে ৪৫ রানে ৩ উইকেট নেন বিসিবি লাল দলের পেসার রুবেল হোসেন। অফ স্পিনার সোহাগ গাজী ১০ ওভারের স্পেলে ২ উইকেট নেন ৩৪ রানের খরচে। ২টি করে উইকেট নেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন ও অফ স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ। সবুজ দলের ব্যাটিং দেখে মনে হয়েছে, কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে শিষ্যদের আগে থেকেই উইকেটের সঙ্গে মানিয়ে নিচ্ছেন, যাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে কোনো সমস্যা না হয়। ২০২ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার তামিম ও এনামুল ১১৭ রানের জুটি গড়েন। নাসিরের বলে বোল্ড হওয়ার আগে তামিম ৬৬ বলে খেলেন ৭০ রানের তরতাজা ইনিংস। তামিমের বিদায়ের পর অল্প কিছু সময় উইকেটে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শর্ট কাভারে রবিউল ইসলাম শিবলুর দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে রিয়াদ সাজঘরে ফিরলে এনামুলের সঙ্গে জুটি গড়েন মুশফিক। জুটিতে দুজনে যোগ করেন ৬৭ রান। মুশফিক ২৯ রানে সাজঘরে ফেরেন। দুর্দান্ত ব্যাটিং করা এনামুলকে ১০৮ বলে ১০৩ রানে তুলে নেন কোচ। এনামুলের ফিরে আসার পর আরও কিছু সময় খেলা হয়। লাল দল ৩৮.৪ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করার পর আম্পায়ারদ্বয় খেলা বন্ধ করে দেন। প্রথম প্রস্তুতি ম্যাচের মতোই আচরণ ছিল কালকের উইকেটের। সুইং, বাউন্স সবই ছিল। এমন উইকেটে বোলিং করেছেন বোলাররা প্রাণ খুলে। আল-আমিন, শফিউল ইসলাম সুহাস, রুবেল হোসেনদের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে ইমরুল, মুমিনুল, মিঠুনদের। তার পরও উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নিয়ে বেশ ভালো ব্যাটিং করেছেন ইমরুল। ৭৯ বলে ৫ চারে করেছেন ৫৯ রান। ব্যাটিং শেষে উইকেট নিয়ে বলেন, ‘বল স্কিট করছিল। তবে সমস্যা ছিল না বেশি।’ প্রস্তুতি ম্যাচ দুটি সফরে যথেষ্ট উপকার করবে বলেই জানান ইমরুল, ‘প্রস্তুতি ম্যাচ দুটি অবশ্যই ভালো হয়েছে। ম্যাচ দুটির আগে আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। সফরে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা দরকার ছিল। ম্যাচগুলোয় আমরা সবাই চেষ্টা করেছি ভালো করতে। আমি মনে করি, সবাই তা করতে পেরেছেন।’ প্রস্তুতি ম্যাচ দুটি ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মানছেন ইমরুল, ‘একজন ব্যাটসম্যান যেখানেই রান করুন না কেন, তার আত্মবিশ্বাস বাড়াবে কোনো সন্দেহ নেই। যেখানেই রান করি না কেন, আমি মনে করি আত্মবিশ্বাসী করে তুলবে আমাকে।’
শিরোনাম
- ধানমন্ডিতে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি : ডিএমপি
- ক্রিকেট ব্যাটে লুকানো ৫,১০০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক আটক
- চট্টগ্রামে পুলিশের ওপর হামলা; প্রধান আসামি গ্রেফতার
- ২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি
- বংশী নদীতে বসুন্ধরা শুভসংঘ সাভার শাখার নৌভ্রমণ অনুষ্ঠিত
- রাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- চরম অনাহারে গাজার ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ
- রাবিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু, র্যাগিংয়ে 'জিরো' টলারেন্স
- প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা হামলার আসামি, বাদীকে হুমকি
- মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: অবৈধ অভিবাসন গুরুতর অপরাধ
- ঢাকা কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
- এশিয়া কাপের দলে নেই বাবর-রিজওয়ান, আছেন যারা
- রিজার্ভ চুরিতে জড়িত পাঁচ দেশের নাগরিক
- শাহরুখ পুত্র আরিয়ান খানের ওয়েব সিরিজের প্রথম লুক প্রকাশ
- বিলের ধার থেকে গলাকাটা লাশ উদ্ধার
- ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, চারজনের আমৃত্যু কারাদণ্ড
- ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
- ঠাকুরগাঁও হাসপাতালে নেই অ্যান্টিভেনম, দুই সপ্তাহে ৬ জনের মৃত্যু
ওপেনারদের ব্যাটে স্বস্তির হাওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর