প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন বাংলাদেশে ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বাবা-মাকে সঙ্গে নিয়ে শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মুশফিক, খালেদা জিয়ার হাতে তুলে দেন বিয়ের আমন্ত্রণপত্র।
খালেদা জিয়া মুশফিকের শুভকামনা করেন। তিনি মুশফিকের ছোট বোন, মা রহিমা খাতুন ও বাবা মাহবুব হামিদের সঙ্গেও কুশল বিনিময় করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল লতিফ, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এ সময় উপস্থিত ছিলেন। আগামী ২৭ সেপ্টেম্বর মুশফিকের বিয়ের অনুষ্ঠান হবে।
কনে জান্নাতুল কিফায়াত মন্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে পড়েন। মন্ডি তিন বোনের মধ্যে দ্বিতীয়। তিনি জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শালিকা।
চার ভাই ও এক বোনের মধ্যে তৃতীয় মুশফিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নেন। গত বুধবার মুশফিক গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিয়ের আমন্ত্রণপত্র দিয়ে আসেন।