আর্জেন্টিনার এক সাংবাদিককে পিটিয়েছেন ম্যারাডোনা। ঘটনা শনিবার মধ্যরাতের। স্ত্রী ভেরোনিকা ওজেদা আর শিশু পুত্র দিয়াগো ফারনান্দোকে নিয়ে থিয়েটারে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি। সেখান বের হওয়ার পথে ম্যারাডোনার গাড়ির সামনে ভিড় জমায় একদল আর্জেন্টাইন সাংবাদিক। ম্যারাডোনার সাক্ষাতকার নিতে চেয়েছেন তারা।
কিন্তু হঠাৎ করেই উপস্থিত এক সাংবাদিকের মাথায় কি ভূত চেপেছে কে জানে! ভেরোনিকা ওজেদার প্রতি আপত্তিকর অঙ্গি ভঙ্গি করেছেন তিনি। আর যায় কোথায়? তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ওই সাংবাদিকের গালে চড় মেরে বসলেন ম্যারাডোনা।
তারপর ম্যারাডোনা গাড়ি চালিয়ে রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অবশ্য ওই স্থান ত্যাগ করার আগে ওই সাংবাদিককে বলে গেছেন, 'আমার স্ত্রীর সঙ্গে তুমি অভদ্র আচরণ করবে আর আমি তোমাকে ভদ্রতা দেখাব, তাই কি হয়?'