ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন, কিন্তু তা হাতে নিতে পারেননি স্টুয়ার্ট ব্রড। কারণ রক্তে রাঙানো নাক নিয়ে হাসপাতালেই আশ্রয় নিতে হয়েছে তাকে। বর্তমানে বিশ্রামে রয়েছেন এই ইংলিশ পেসার। তবে এই ভাঙ্গা নাক নিয়েই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওভাল টেস্টে অংশ নিবেন ব্রড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এমনই সংবাদ দিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম।
শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে আহত হয়েছেন ব্রড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করার সময় ভারতীয় পেসার ভেরুন অ্যারনের একটি বাউন্সারে নাকে আঘাত পেয়েছেন তিনি। অ্যারনের বাউন্সার দেওয়া বল হেলমেটের গ্রিল ভেদ করে নাকে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পরেছেন ব্রড।
রক্তাক্ত অবস্থায় তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা চলছে। শুক্রবারের আগেই ব্রড সুস্থতা ফিরে পাবেন বলে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।