সহজে জয়ে রজার্স কাপের ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। আজ শনিবার স্পেনের ফেলিসিয়ানো লোপেজকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে নিজের ৮০তম খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন এই সুইস তারকা। ফাইনালে তাঁর মুখোমুখি হবে ফরাসি তারকা জো উইলফ্রেড সঙ্গা।
এদিন অপর ম্যাচে সপ্তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে হারিয়েছেন ৬-৪, ৬-৩ সেটে ফরাসি তারকা জো উইলফ্রেড সঙ্গা। টুর্নামেন্টের ফাইনালে উঠতে ফেদেরার হারিয়েছেন, জ্যাকোভিচ, অ্যান্ডি মারে এবং দিমিত্রোভদের মতো হেভিওয়েট তারকাদের। টরন্টোয় নিজের ১২০তম ফাইনাল খেলতে নামার আগে এখন তাই যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে সুইস তারকাকে।