শেখ জামাল ধানমন্ডি ক্লাবে অর্থ সংকট। এই কথাটি কি ক্রীড়াঙ্গনে এখন কারও কাছে বিশ্বাসযোগ্য মনে হবে! যারা ফুটবলে কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করছে এবং লিগও জিতছে। ক্রিকেটের ভালো অর্থ খরচ করে দল গড়েছিল তারা। দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে শেখ জামালকে সবচেয়ে ধনী ক্লাব বললেও ভুল হবে না। এত অর্থ যাদের তারাই কিনা এবার ক্রিকেটের দলবদলে তারকা কোনো ক্রিকেটারকে দলেই টানল না। বিস্ময় হলেও সত্যি যে দেশ সেরা যেসব তারকা নিয়ে এবার পুল গঠন হয়েছিল, পুলের কাউকে দেখা গেল না অভিজাত পাড়ার দলটিতে। তাহলে কি অর্থ সংকটেই এ অবস্থা? প্রসঙ্গটি জানতে গতকাল ক্লাব সভাপতি মনজুর কাদেরের কাছে ফোন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমি দেশের বাইরে আছি। ফিরে এসে বিষয়টি নিয়ে আলাপ করব। পরে ক্লাবের পরিচালক ক্রীড়া ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহনকে ফোনে পাওয়া গেলে তিনি বলেন, এটা ঠিক আমাদের দলে এবার পুলভুক্ত কোনো ক্রিকেটার নেই। কিন্তু দল যে দুর্বল হচ্ছে তা কোনোভাবেই বলা যাবে না। আমরা শাহারিয়ার নাফিস, নাবিল সামাদ, তুষার ইমরান, শাহাদৎ রাজীব, আবুল হোসেন রাজু, ডলার মাহমুদ, রিয়েল, শাহেন (উইকেট রক্ষক) অনূর্ধ্ব-১৯ দলের মেহেদী মেরাজকে নিয়েছি। এই দল নিয়ে হয়তো বা চ্যাম্পিয়ন ফাইট দেওয়া যাবে না। কিন্তু আমাদের টার্গেট থাকবে সেরা ছয়ের মধ্যে থাকা। গতবার যেখানে রানার্সআপ। এবার টার্গেট ছয় নম্বর। এটা শেখ জামাল দলের জন্যে বেমানান নয়। তাছাড়া শেখ জামাল দেশখ্যাত ক্রিকেটার ছাড়া মাঠে নামবে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে না। মোহন বলেন, দেখেন এবার আমরা তারকা ক্রিকেটার নেইনি টেকনিক্যাল কারণে। কারণটা বিগ বাজেট শুধু ফুটবলের জন্য! মোহন হেসেই বলেন, আগেই বলেছি এখানে টেকনিক্যাল ব্যাপার জড়িয়ে আছে। এর চেয়ে বেশি ভেঙে বলা আমার পক্ষে সম্ভব নয়। 'তাছাড়া এবার তারকা খেলোয়াড় না নিলেও সামনে যে শেখ জামাল শক্তিশালী দল গড়বে না তা তো বলা যায় না। আসলে ফুটবল বা ক্রিকেটে কোনো সময় দলবদল একরকম হয় না'।