ব্রাজিলিয়ান লেফট-ব্যাক ফেলিপ লুইস অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে এ মৌসুমে চেলসিতে যোগ দিয়েছেন। চেলসিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন, গত মৌসুমে আমি ভালো খেলার পরও জাতীয় দলের হয়ে বিশ্বকাপে মাঠে নামা হয়নি আমার।
স্বাগতিকদের হয়ে বিশ্বমঞ্চে খেলার সুযোগ না পাওয়াকে ভীষণ হতাশার বলেছেন ২৯ বছর বয়সী এ তারকা। তিনি বলেন, ‘আমি হতাশ হয়েছিলাম। আমি গত মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে দারুণ কিছু ম্যাচ খেলেছিলাম। তাই নিশ্চিন্ত ছিলাম দলে ডাক পাওয়ার ব্যাপারে। কিন্তু তারা আমাকে ডাকেনি।’
ব্রাজিলের সাবেক কোচ লুই ফিলিপ স্কলারি তাকে জাতীয় দলে না রাখলেও অ্যাতলেতিকোর হয়ে ১২৭ ম্যাচ খেলা লুইস বলেন, ‘স্কলারি অসাধারণ একজন কোচ। তিনি ব্রাজিল দলকে গতি এনে দিয়েছিলেন।’
বিশ্বকাপ ব্যর্থতায় স্কলারির বিদায়ের পর নতুন কোচ হিসেবে এবার দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন কার্লোস দুঙ্গা। লুইস যখন স্প্যানিস ক্লাব দেপোরতিভো লা করুনাতে খেলেছেন তখন দুঙ্গা তাকে বিশ্বাস না হারানোর জন্য উৎসাহ দিয়েছিলেন।
নতুন কোচ প্রসঙ্গে লুইস বলেন, ‘দুঙ্গা একজন ভালো কোচ। তিনি আমাকে জাতীয় দলের জন্য ডেকে পাঠাবেন বলে জানিয়েছেন। আর আমিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের ডাকের অপেক্ষায় রয়েছি।’
ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত সান লাইফ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর। ২০০৬-১০ সালের পর আবারো এ ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করবেন দুঙ্গা। আর সে ম্যাচের জন্য অপেক্ষায় আছেন লুইস।