হাঁটুর দূরারোগ্য ইনজুরির জন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন উমর গুল। অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সিদ্ধান্ত নেবেন পাকিস্তানি এ পেসার।
এখন পর্যন্ত দেশের হয়ে ৪৭টি টেস্ট খেলেছেন ৩০ বছর বয়সী ডানহাতি উমর গুল। হাঁটুর চোট না সারলে অস্ট্রেলিয়া সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। এ বিষয়ে জিও সুপার চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে গুল বলেন, ‘আমার টেস্ট ক্রিকেটের ভবিষ্যত কি জানি না কারণ এখন পর্যন্ত হাঁটুর সমস্যায় ভুগছি। আশা করি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবরে টেস্ট ক্রিকেটে ফিরতে পারব। কিন্তু এমনটা না হলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াব।'
গত বছর মে মাসে অস্ট্রেলিয়ায় হাঁটুতে অস্ত্রোপচার হয় গুলের। ফলে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। চলতি শ্রীলংকা সফরেও চলে নেই তিনি। পাক পেসারের হাঁটু এখনো পুরোপুরি সুস্থ নয় বলে মনে করেন চিকিৎসকরা। গুলকে এখনো রি-হ্যাবে থাকতে হবে বলে মনে করেন তারা। গুলের হাঁটুতে এখনো কিছু সমস্যা রয়েছে, বোলিং করতে গিয়ে যা সমস্যা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২০০৩ সালে টেস্ট অভিষেক হওয়া গুল ৪৭টি ম্যাচে ১৬৩টি উইকেট নিয়েছেন।