ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট নিয়ে সেভাবে কোনোদিন প্রশ্ন ওঠেনি। দেশটির কাউন্টি ক্রিকেটের ঐতিহ্যের কথা কারোরই অজানা নয়। কিন্তু ওই দেশেও টি-২০ ক্রিকেটে কিছু নতুনত্ব আনার প্রয়োজন আছে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন৷
পিটারসনের মতে, ভারতের আইপিএলের মতো ইংল্যান্ডেও টি-২০ টুর্নামেন্ট চালু করার প্রয়োজন রয়েছে। এ বছর আইপিএল সেভেনে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অধিনায়কত্ব করা পিটারসেন মনে করেন ইংল্যান্ড ক্রিকেটের উন্নয়নের স্বার্থেই এই ধরনের টুর্নামেন্টের প্রয়োজন রয়েছে।
পিটারসেন বলেন, ‘ আমি অবাক হয়ে যাই, ইংল্যান্ডে এখনো এই লিগ চালু হয়নি বলে। কারণ এখানে সহজেই লন্ডনের দু'টো, ম্যানচেস্টার এবং বার্মিংহ্যাম ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে লিগ চালু করা যায়। এই ধরনের টুর্নামেন্ট হলে অনেক বেশি সংখ্যক দর্শক আসবে মাঠে। ইংল্যান্ডের গ্রীষ্মে সব সেরা ক্রিকেটাররা একসঙ্গে খেলবেন। বিশ্বব্যাপী প্রচারও হবে এই ধরনের টুর্নামেন্ট হলে।’