ফর্মটা খুব ভালো যাচ্ছে না স্প্যানিশ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। বিশ্বকাপে দলের হয়ে বাজে পারফরমেন্সের কারণে অনেকেই ক্যাসিয়াসের শেষ দেখতে শুরু করেছেন। তবে শেষ পর্যন্ত ৩৩ বছর বয়সী ক্যাসিয়াসেই আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লোস আনচেলত্তি। আজ উয়েফা সুপার কাপের জন্য ক্যাসিয়াসই নিজের প্রথম পছন্দ বলে জানালেন আনচেলত্তি। নিজেকে সেরা প্রমাণের এটাই শেষ সুযোগ ইকার ক্যাসিয়াসের। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
এদিকে রিয়ালে ক্যাসিয়াসের ভবিষ্যত হুমকির মুখে পড়েছে বলেই মনে হচ্ছে। দলে দিয়োগা লোপেজের মতো পরীক্ষিত গোলরক্ষক থাকার পরও ব্রাজিল বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক কোস্টারিকান কেইলর নাভাসকে বার্নাব্যুতে ভিড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। ফলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন ক্যাসিয়াস।
সুতরাং বোঝাই যাচ্ছে খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। এখন হোঁচট খেলেই ক্যারিয়ার হুমকির মুখে পড়বে এই স্প্যানিশ তারকার।