ইংলিশ ক্রিকেটে আজীবন নিষিদ্ধই রয়ে গেলেন পাকিস্তানের সাবেক স্পিনার দানিশ ক্যানেরিয়া। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) জারি করা শাস্তির বিরুদ্ধে তিনি আর কোন আপিল করার সুযোগ পাবেন না।
আজ এমনই সিদ্ধান্ত দিয়েছে ইংল্যান্ডের আপিল আদালত। বরং আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আদালতের কাছে ক্যানেরিয়া যে আবেদন করেছেন তাকে ‘পুরোপুরি অর্থহীন’ বলেছেন বিচারপতি স্ট্যানলি বার্টন। আর আদলত থেকে এমন রুলিং জারি হওয়ার পর শাস্তির বিরুদ্ধে আপিল করার সব অধিকার হারিয়েছেন ক্যানেরিয়া।
এদিকে, আদালতের নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসিবি। বোর্ড সভাপতি জাইলস ক্লার্ক বলেন, ক্যানেরিয়া যে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত এবং তিনি যে তরুণ ইংলিশ ক্রিকেটারদেরকে এ জঘন্য কাজে উৎসাহিত করার চেষ্টা করেছেন সেটা এখন প্রমাণিত।তাই ক্যানিয়ার উচিৎ সব ধোঁয়াশা দূর করে জনসম্মূখে অপরাধ স্বীকার করে নিয়ে সবার কাছে ক্ষমা চাওয়া।তিনি পাকিস্তানের সাধারণ ক্রিকেট ভক্তদেরকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে কাউন্টি ক্রিকেটার মেলভিন ওয়েস্টফিল্ড স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন। ফলে যুক্তরাজ্যের একটি আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেয়। তবে মামলার শুনানির সময় ওয়েস্টফিল্ড দাবি করেন, এসেক্স সতীর্থ ক্যানেরিয়ার প্ররোচণায়ই স্পট ফিক্সিংয়ে জড়ান তিনি। এরপর ২০১০ সালে ইংলিশ পুলিশ ক্যানেরিয়াকে জিজ্ঞাসাবাদ করলেও অভিযোগের সত্যতা পায়নি। অবশ্য আদালতে দেওয়া ওয়েস্টফিল্ডের বক্তব্যের ভিত্তিতে পরে কানেরিয়াকে অভিযুক্ত করে ইসিবি। ২০১২ সালের এপ্রিলে ইসিবির ডিসিপ্লিনারি কমিটি অভিযোগের সত্যতাও পেয়ে যায় এবং ২৬১ টেস্ট উইকেটের মালিক ক্যানেরিয়া আজীবনের জন্য ইংলিশ ক্রিকেটে নিষিদ্ধ হন।