অনুশীলনে একঘেয়েমি দূর করতে ফুটবলারদের বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। বিকেএসপিতে এখন প্রশিক্ষণ চলছে এশিয়ান গেমসের। দুই ডাচ কোচ লোডডিক ক্রুইফ ও রেনে কোস্টার দুই বেলা ফুটবলারদের কঠিন অনুশীলনে ব্যস্ত রাখছেন। এশিয়ান গেমসে ফুটবলে এশিয়ার শক্তিশালী দেশগুলো অংশ নেবে। তাই বাংলাদেশের পদক জেতার সম্ভাবনা যে নেই শতভাগ নিশ্চিতই বলা যায়। কিন্তু কোচ চাচ্ছেন ম্যাচের ফলাফল একেবারে নির্লজ্জকর না হোক। ৯০ মিনিট লড়াই করার শক্তি যেন থাকে সেভাবে ওয়াহেদ তকলিসদের তৈরি করা হচ্ছে। ক্রুইফ বা রেনে শিষ্যদের প্রশিক্ষণের পারফরম্যান্সকে ভালো বা মন্দ না বললেও একটা ব্যাপার তারা লক্ষ্য করছেন, খেলোয়াড়রা বেশ ক্লান্ত। হয়তো বা টানা লিগ খেলার জন্য এটা হতে পারে।
দুই কোচই চাচ্ছেন এ ক্লান্তি দূর করতে খেলোয়াড়দের কিছুটা বিনোদনের ব্যবস্থা করতে। আজ তাই সকালে এক সেশন অনুশীলন করিয়ে বিকালের দিকে দলকে ফ্যান্টাসি কিংডমে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ঘণ্টাদুই অবস্থানের পর আবার বিকেএসপিতে ফিরবেন ক্রুইফের শিষ্যরা। শুধু ফ্যান্টাসি নয়, সামনে খেলোয়াড়দের চিড়িয়াখানা ও বোটানিকাল গার্ডেনেও নিতে হতে পারে। আগামীকাল বিকালে বনানী আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবেন এশিয়ান গেমসে ক্যাম্পে থাকা ফুটবলাররা। এর আগে বিকেএসপিতে বাছাই একাদশের সঙ্গে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেন ওয়াহেদরা। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান, নেপালে একটি ম্যাচ খেলার চিন্তাভাবনা করা হচ্ছে। এ ছাড়া কুয়ালালামপুর হয়ে দল যখন কোরিয়ায় যাচ্ছে তখন মালয়েশিয়ার কোন দলের সঙ্গে ম্যাচ খেলা যায় তাও বাফুফে ভাবছে।