গত ২১ জুন মোহামেডান-গুলশান ইয়ুথের প্রথম সেমিফাইনালটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। এরপর প্রায় দেড় মাস বন্ধ ছিল। গতকাল ফের মাঠে গড়িয়েছে মহিলা ক্লাব ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ক্লাব কাপের প্রথম সেমিফাইনালে ডাক ওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথড) ৯৯ রানে গুলশান ইয়ুথ ক্লাবকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান। ১৬ আগস্ট ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা নিতে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী ও খেলাঘর সমাজকল্যাণ সংস্থা।
বৃষ্টি বিঘি্নত প্রথম সেমি নির্ধারিত হয় ৩৬ ওভারে। বারবার বৃষ্টি বাধায় পড়া ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩৩ ওভার ব্যাটিং করে মোহামেডান। রান করে ৬ উইকেটে ১৪৬। ওপেনার আয়েশা ৬২ বলে ৪২ রান এবং ম্যাচসেরা সাথিরা ৪৩ রানের ইনিংস খেলেন ৬২ বলে। গুলশানের বৃষ্টি রায় ৩০ রানে নেন ২ উইকেট। ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৭.১ ওভারে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় গুলশান ইয়ুথ।
:::: সংক্ষিপ্ত স্কোর ::::
মোহামেডান : ১৪৬/৬, ৩৩ ওভার (আয়েশা রহমান ৪২, সাথিরা জাকির ৪৩, হ্যাপি আলম ১/২৪, সাবিকুন ১/২১, বৃষ্টি রায় ২.৩০)।
গুলশান ইয়ুথ : ৫৯/১০, ২৭.১ ওভার (জান্নাতুল ফেরদৌস ১৯, ফাহিমা খাতুন ২৩। আয়েশা রহমান ২/৯, সাথিরা জাকির ২/৫)।