জার্মান লিগের সেরা দুই দল আজ সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হচ্ছে। জার্মান সুপার কাপের লড়াইয়ে নামছে বায়ার্ন মিউনিখ-বুরুসিয়া ডর্টমুন্ড। জার্মান সুপার কাপ মূলত আগের মৌসুমে বুন্দেস লিগা জয়ী এবং জার্মান কাপ জয়ীর মধ্যে অনুষ্ঠিত হয়। গত মৌসুমে বুন্দেস লিগা এবং জার্মান কাপ দুটোই জিতেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেস লিগা এবং জার্মান কাপে রানার্সআপ হয়েছে ডর্টমুন্ড। রানার্সআপ দল হিসেবেই তারা এবার জার্মান সুপার কাপ খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জার্মান সুপার কাপে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০১২ সালে অ্যালাইঞ্জ অ্যারিনাতে বুরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ (২-১)। গত বছর সিগন্যাল ইদুনা পার্কে বায়ার্ন মিউনিখকে ৪-২ গোলে পরাজিত করেছে বুরুসিয়া ডর্টমুন্ড।
এবার জিতবে কারা! জার্মান সুপার কাপে মোট পাঁচবার বিজয়ী হয়েছে বায়ার্ন মিউনিখ। চারবার এই কাপ জিতেছে ডর্টমুন্ড। দেখা যাক, আজ ডর্টমুন্ড বায়ার্ন মিউনিখকে স্পর্শ করতে পারে কিনা!