হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা একদিন হাতে রেখেই। প্রথম ইনিংসে স্বাগতিক জিম্বাবুয়ের ২৫৬ রানের জবাবে ৩৯৭ রান করেছিল সফরকারীরা। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ডেল স্টেইন, মরনে মরকেল ও পেইডটের বিধ্বংসী বোলিংয়ে ১৮১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ভুসিমুজি সিবান্ধা। এরপর ৪৩ রান করেন নিম্বু। প্রোটিয়াসদের পক্ষে ৩টি করে স্টেইন ও মরকেল এবং পেইডট উইকেট নেন ৪টি। ৪১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার এলগারের উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় হাশিম আমলার দক্ষিণ আফ্রিকা। ১৭, ১৯ ও ২১ আগস্ট তিনটি ওয়ানডে খেলবে দুই দল বুলাওয়েতে।