নরওয়ের ট্রমসে বিশ্ব অলিম্পিয়াড দাবায় দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ। উন্মুক্ত বিভাগে বাংলাদেশ ওপেন দল ৩-১ সেটে জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। একই রাউন্ডে মহিলা টিমও হন্ডুরাসের বিপক্ষে ৪-০ সেটে জয় পায়।
একদিন আগে শক্তিশালী ফিলিপাইনের সঙ্গে ২-২ সেটে ড্র করার পর আত্দবিশ্বাস বেড়ে গিয়েছিল বাংলাদেশের। আর অষ্টম রাউন্ডের আত্দবিশ্বাস থেকেই যেন নবম রাউন্ডে বাজিমাত করল বাংলাদেশ। উন্মুক্ত দল নবম রাউন্ড শেষে ২০.৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে রয়েছে, আর মহিলা দলের ১৯ পয়েন্ট। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজ আহম্মেদ সাগর নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন।
জিততে না পারলেও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ড্র করেছেন। টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ৫৫ নম্বর সিডেড দল হিসেবে। অন্যদিকে টুর্নামেন্টের আরেক ম্যাচে বাংলাদেশ মহিলা দল হন্ডুরাসকে পাত্তাই দেয়নি। সবকটি ম্যাচে তারা জিতেছে। মহিলা দলে অংশ নিচ্ছেন দুই আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আকতার লিজা এবং দুই ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও নজরানা খান।