জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্ট শুধু ট্র্যাকেই নয়, নাইট ক্লাবেও নায়ক! একসঙ্গে দুই সঙ্গীর সঙ্গে মেলামেশা করতেই ভালোবাসেন তিনি। গ্লাসগো কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয়ের পর সোজা চলে যান ইংল্যান্ডে। লন্ডনের মাহিকি নাইট ক্লাবে দুই বান্ধবীর সঙ্গে রোমাঞ্চে মেতে ওঠেন। বোল্ট বলেন, 'আমার সবচেয়ে পছন্দের জায়গা নাইট ক্লাব। জীবন তো একটাই, আর তা ভালোভাবে উপভোগ করতে চাই। কাজের সময় কাজে আমার মনোযোগ থাকে শতভাগ, আর যখন এনজয় করি তখনো সর্বস্ব উজাড় করেই আনন্দ করি। তা ছাড়া আমরা ক্যারিবিয়ানরা এমনিই অনেক বেশি উৎসবপ্রিয়। সবসময় আমরা হাসিখুশি থাকার চেষ্টা করি। তাই আমি অনেক বেশি এনজয় করি, আর কাজেও অনেক বেশি সিরিয়াস। তা ছাড়া আগেই ভেবে রেখেছিলাম, গ্লাসগো থেকে সোজা লন্ডনে চলে যাব।' গ্লাসগোতে নিজের পছন্দের ১০০ মিটারে অংশ নেননি বোল্ট। হয়তো সামনের অলিম্পিকের জন্য ইভেন্টটি তুলে রেখেছেন। তবে ৪*১০০ মিটারে ঠিকই বাজিমাত করে দিয়েছেন। ৩৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন। নাইট ক্লাবে এনজয় করার সময়ও দুই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে জ্যামাইকান তারকাকে। অনেকে ভেবেছিলেন স্বল্প সময়ের জন্য তিনি নাইট ক্লাবে এসেছেন। কিন্তু দুই সঙ্গীকে নিয়ে ভোর বেলায় ক্লাব থেকে বের হন বোল্ট। অর্থাৎ পৃথিবীর দ্রুততম মানরবের রাতটা কেটে নাইট ক্লাবেই। সে সময় তিনি ভক্তদের অনুরোধে একবার তীর-ধনুক আকৃতির ট্রেডমার্ক উদযাপনের ভঙ্গিও করে দেখান। যে কোনো ইভেন্টে জয়ের পরই বোল্ট এভাবে উদযাপন করেন।