ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইংল্যান্ডে ম্যানচেস্টার থেকে লন্ডনে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন তিনি। বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। গাড়ির ক্ষতি হলেও ভাগ্যক্রমে বেঁচে যান গাভাস্কার। দুর্ঘটনার সময় গাড়িতে তার সঙ্গে ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাসও ছিলেন। গাভাস্কার গাড়ির পেছনের সিটে বাম পাশে বসা ছিলেন। বিপরীত দিক থেকে আসা গাড়িটি তার গাড়িটিকে সজোরে আঘাত করে। স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, যদিও গাভাস্কারের কোনো ক্ষতি হয়নি, কিন্তু তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা সম্পর্কে গাভাস্কার বলেন, 'ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং আমার গাড়িটিও দ্রুতগতিতে চলছিল। তারপর হঠাৎ ঝাঁকুনি। অনেক বড় দুর্ঘটনা ঘটলেও সৌভাগ্যক্রমে আমরা কেউই আঘাত পাননি। ঘটনার কথা আমার মনে হলেই গা শিউরে উঠছে।'