২০০৯ সালের জানুয়ারিতে সিডনিতে ভাঙা হাত নিয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। প্রথম ইনিংসে ব্যাট করার সময় ভেঙে গিয়েছিল তার বাঁ হাত। দলের হার এড়াতে ভাঙা হাতেই ব্যাটিংয়ে নেমেছিলেন দ্বিতীয় ইনিংসে। অসি বোলিংয়ের বিপক্ষে অসাধারণ প্রতিরোধ গড়েছিলেন সিডনির বাউন্সি উইকেটে। তার দৃঢ়তা যদিও ম্যাচ বাঁচাতে পারেনি, কিন্তু ওই লড়াই স্মরণীয় হয়ে আছে ক্রিকেট বিশ্বে। স্মিথের মতো একই কথা প্রযোজ্য টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নেস ভেলে দলের ইনিংস হার এড়াতে মুশফিক যে হিমালয়সম দৃঢ়তায় ব্যাটিং করেছেন, এক কথায় অসাধারণ এবং অবিশ্বাস্য। যে টার্গেটে ব্যাটিং করেন মুশফিক, তাতে শতভাগ সফল তিনি। সেঞ্চুরি করেন প্রতিকূল স্রোতে। প্রমাণ দেন লড়াকু মানসিকতার। প্রতিপক্ষের শানানো বোলিংয়ের বিপক্ষে তার সেঞ্চুরিতে ইনিংস হার এড়িয়েছে বাংলাদেশ ঠিকই, কিন্তু হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ৮৪ টেস্ট ইতিহাসে টাইগাররা এ নিয়ে চতুর্থবার হারল ১০ উইকেটে এবং যা ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয়বার। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৩-১৭ সেপ্টেম্বর গ্রস আইলেটে।
প্রতিপক্ষের পর্বতসমান স্কোরের বিপক্ষে প্রথম ইনিংসে মুমিনুল হক সৌরভ ছাড়া যখন অন্য ব্যাটসম্যানেরা ভীতসন্ত্রস্ত, তখন শেষ দিকে সঙ্গী সারথি ছাড়া লড়াই করেন একা। খেলেন ৪৮ রানের অপরাজিত ইনিংস। ১৮২ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে দল যখন ১০৭ রানে ৪ উইকেট খুইয়ে ইনিংস হারের ক্ষণ গুনছে, তখন পঞ্চম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ১৩০ রান যোগ করে লড়াইয়ের স্বপ্ন দেখান। এ দুই ব্যাটসম্যান পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পঞ্চম উইকেট জুটিতে ক্যারিবীয়দের বিপক্ষে আগের রেকর্ডটি ছিল রকিবুল হাসান ও সাকিব আল হাসানের। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ১০৬ রান করেছিলেন দুজনে। রেকর্ড জুটি গড়ার মধ্য দিয়ে ফের রানে ফিরেছেন মাহমুদুল্লাহ। এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন ২১ মাস আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৭৬ রানের ওই ইনিংসটির পর পরশু করেন ৬৬ রান। রিয়াদের বিদায়ের পর ৭০ রানে অপরাজিত থেকে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক।
কাল পঞ্চম দিন ইনিংস হার এড়ানোর আরও ৪৬ রানের টার্গেটে খেলতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তখনই সাহসী হয়ে ওঠেন মুশফিক। চড়াও হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন প্রতিপক্ষের ওপর। ভাগ্য সব সময় সাহসী মানুষের সহায়- বিবেচনায় হয়তো ৯৪ থেকে ১০০ রানে পৌঁছান অসাধারণ ১ ছক্কায়। যখন তিনি ছক্কা হাঁকান, তখনো ইনিংস হার এড়াতে দরকার ১০ রান এবং উইকেটে ছিলেন টেল এন্ডার ব্যাটসম্যান আল-আমিন। সেটা মাথায় রেখেই আগ্রাসী হয়ে কেমার রোচকে লং অনে ছক্কা মেরে তুলে নেন সেঞ্চুরি। ১১৬ রানের ইনিংসটি মুশফিক খেলেন ২৪৩ বলে ১৫ চার ও ১ ছক্কায়। ৩৯ টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা প্রথম এবং সব মিলিয়ে তৃতীয়। মুশফিক বাংলাদেশের একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। গত বছর মার্চে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন টাইগার অধিনায়ক। কাল সেঞ্চুরির পর একবার জীবন পান। সেই সুযোগটা কাজে লাগিয়ে দলের স্কোর টেনে নেন ৩১৪-এ। তাতে দল এগিয়ে যায় ১২ রানে। ইনিংস হার এড়িয়ে প্রতিপক্ষকে টার্গেট ছুড়ে দেন ১৩ রানের। গেইল ও ব্র্যাথওয়েইট কাজটা সেরে নিতে ২.৪ ওভার খরচ করেন।
এ পর্যন্ত ৩০ বার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১০ উইকেটে হেরেছে চারবার। ওয়েস্ট ইন্ডিজের কাছে এর আগে একই ব্যবধানে হেরেছিল ২০১২ সালে, খুলনায়। বাকি দুবার হেরেছে ভারত ও শ্রীলঙ্কার কাছে।
টাইগারদের ১০ উইকেটে হার
ওয়েস্ট ইন্ডিজ : প্রথম ইনিংস, ৪৮৪/৭, ডি. (ক্রেইগ ব্র্যাথওয়েইট ২১২, শিবনারায়ণ চন্দরপাল ৮৫*, ক্রিস গেইল ৬৪, ড্যারেন ব্রাভো ৬২। তাইজুল ইসলাম ৫/১৩৫) ও দ্বিতীয় ইনিংস, ১৩/০, ২.৪ ওভার (ক্রিস গেইল ৯*, ব্র্যাথওয়েইট ৪*)।
বাংলাদেশ : প্রথম ইনিংস, ১৮২/১০, ৭১.৪ ওভার (শামসুর রহমান শুভ ৩৫, মুমিনুল হক ৫১, মুশফিকুর রহিম ৪৮*। সুলেমান বেন ৫/৩৯, ব্ল্যাকওড ২/১৪) ও দ্বিতীয় ইনিংস, ৩১৪/১০, ১১৩.৩ ওভার (শামসুর রহমান ৪, তামিম ইকবাল ৫৩, ইমরুল কায়েশ ২৫, মুমিনুল হক ১২, মুশফিক ১১৬, মাহমুদুল্লাহ ৬৬, নাসির ১৯। টেলর ১/৬৪, রোচ ৪/৬৪, গ্যাব্রিয়েল ২/২৫, সুলেমান বেন ২/৪৪, ক্রিস গেইল ১/৫০)।
শিরোনাম
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সৌদিতে অননুমোদিত সভা-সমাবেশে অংশ না নিতে দূতাবাসের সতর্কতা
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
একাই লড়লেন মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর