দায়িত্ব নেওয়ার মাস খানেকের মধ্যে আগের ক্রীড়া প্রতিমন্ত্রীরা ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। শুধু আনুষ্ঠানিকভাবে মত বিনিময় নয়, ক্রীড়া উন্নয়নে পরামর্শ চেয়েছিলেন একাধিকবার। বিশেষ করে সাদেক হোসেন খোকা, ওবায়দুল কাদের ও ফজলুর রহমান পটল অনেক কাজেই ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়েছিলেন। এবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর নিয়োগ দেওয়া হয়। কিন্তু বর্তমান সরকারের মেয়াদ নয় মাস হতে চললেও গতিতো দূরের কথা এই অঙ্গন আগের চেয়ে আরও নিস্তেজ হয়ে পড়েছে। প্রতিটি খেলার মান নিচে নেমে গেছে। অধিকাংশ ফেডারেশনে কর্মকাণ্ড নেই বললেই চলে। দায়িত্ব নেওয়ার পর গতকালই সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সঙ্গে ছিলেন উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ ও ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।
প্রথম মত বিনিময়ে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ক্রীড়াঙ্গনে সমস্যা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বা ক্রীড়া উন্নয়নে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ চাইবেন এই ধারণা অনেকেরই ছিল। বাস্তবে কিন্তু কাল কিছুই হয়নি। প্রায় তিন ঘণ্টা ধরে দুই মন্ত্রী অনেক কথা বললেও ক্রীড়াঙ্গনে রুগ্ন দশা ও উন্নয়নের ব্যাপারে সঠিক কোনো তথ্য তুলে ধরেননি। ক্রীড়াঙ্গনে যেখানে সংকটের শেষ নেই। ক্রিকেট, ফুটবল ও হকির মতো জনপ্রিয় খেলা যখন হুমকির মুখে সেই কথাও দুই মন্ত্রী একবারও উচ্চারণ করেননি। কথায় কথায় বীরেন ও জয় সুপরামর্শের জন্য সাংবাদিকদের ধন্যবাদ দেন। এটা ঠিক অনুষ্ঠানের শুরুতে প্রতি ও উপমন্ত্রী বলেন আপনারা আজ যে পরামর্শ দেবেন তা আমরা কাজে লাগাব। অথচ তারা কিন্তু কোনো সমস্যার কথা তুলে ধরেননি। বরং তাদের ভাবসাবে মনে হয়েছে আগের চেয়ে ক্রীড়াঙ্গন সঠিকভাবে পরিচালিত হচ্ছে। উপমন্ত্রী জয় বলেন, এবার সংসদে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী ক্রীড়াঙ্গনে বিশেষ অর্থ বরাদ্দের কথা বলেছেন। এতেই বোঝা যায় সরকার ক্রীড়াঙ্গনকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। জয় কেন একথা বললেন তা সবাই স্বীকার করবেন বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে সত্যি গুরুত্ব দিচ্ছে। তা না হলে ক্রীড়া মন্ত্রণালয়ে দুজন মন্ত্রীকে নিয়োগ দেবে কেন? তারপরও ক্রীড়াঙ্গনে এত সমস্যা। ক্রীড়াঙ্গনে গুঞ্জন রয়েছে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দূরত্বের কারণে এই অঙ্গন দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। জয় বলেছেন প্রতিটি উপজেলায় উম্মুক্ত মাঠের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে অনেক খেলা হবে ও নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হবে। ভালো কথা মাঠ তৈরিতে কারো আপত্তি নেই। বাস্তবে কিন্তু একমাত্র ঢাকা ছাড়া অন্য জেলায় কোনো খেলাধুলা নেই বললেই চলে। বীরেন বা জয় তা তুলে ধরলেন না কেন? বারবার তাদের মুখ থেকে অবকাঠামো সংস্কারের কথা গুরুত্ব পেয়েছে। কিন্তু উন্নতমানের প্রশিক্ষণের অভাবে খেলার মান যে বাড়ানো যাচ্ছে না তা একবারও তারা উচ্চারণ করেননি। রাজনীতিকে প্রাধান্য দিয়ে ফেডারেশনে অযোগ্য লোক বসানো হচ্ছে তাও তারা বলেননি। বরং ধন্যবাদ দিতে হয় মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদকে। প্রকৃতপক্ষে গতকাল মত বিনিময় সভায় তার মুখ থেকেই সত্য কথাটা বের হয়ে এসেছে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই ক্রীড়াঙ্গনও রাজনীতির বাইরে নয়। যোগ্য লোক ফেডারেশনের দায়িত্ব না নিলে খেলাধুলার কোনো উন্নয়ন ঘটবে না। তবে আশার কথা বর্তমানে প্রতি ও উপমন্ত্রী সেটিকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন। আমার বিশ্বাস তাদের সঠিক দিক নির্দেশনায় ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসবে। কথা হচ্ছে সচিব যদি এটা বোঝেন তাহলে দুই মন্ত্রীর বলতে আপত্তি কোথায়। সঠিক চিত্র তুলে না ধরলে এমন হাজারো মত বিনিময় করলেও ক্রীড়া উন্নয়নে কোনো পরামর্শ কাজে লাগবে কি? সামনে আরও সময় পড়ে আছে দুই মন্ত্রী যদি ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখতে পারেন তাহলে যেকোনো সময়ের চেয়ে এই অঙ্গন আরও গতিশীল হয়ে উঠবে। তখন আর উন্নয়নের জন্য সাংবাদিকদের পরামর্শের প্রয়োজন পড়বে না।
শিরোনাম
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- অবৈধ অনুপ্রবেশ: দীঘিনালায় ভারতীয় যুবক আটক
- ‘আওয়ামী লীগের ভয়ংকর নির্যাতনের কাছে আদর্শচ্যুত হননি খালেদা জিয়া’
- বাংলাদেশকে ফোকলা করেছে এস আলম গ্রুপ: জোনায়েদ সাকি
- নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
- সেই রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ওসির ব্যাখ্যা তলব
- চাঁপাইনবাবগঞ্জে কমছে পদ্মার পানি, দুর্গত এলাকায় শুকনো খাবারের সংকট
- একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদন
- বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে : আলাল
- অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
- হাঁস খামার করে স্বাবলম্বী আখাউড়ার যুবক
- সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
- দুই গুণী শিল্পীকে নিয়ে ‘বেলা ও বিকেল’
- নড়াইলে নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- ভাদ্র ফিরেছে স্বরুপে, খরতাপে রাস্তা ফাঁকা
অবকাঠামো উন্নয়নেই গুরুত্ব দুই মন্ত্রীর
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর