বাঁ পায়ের গোঁড়ালির ইনজুরির কারণে চীনা ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন বিশ্বের নাম্বর ওয়ান তারকা সেরেনা উইলিয়ামস। আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার সামান্থা স্টাসুরের বিরুদ্ধে খেলার কথা ছিল সেরেনার। খবর দ্য হিন্দু অনলাইনের
গোঁড়ালিতে স্ট্রেপিং নিয়ে খেলেও গতকাল তৃতীয় রাউন্ডের ম্যাচে লুসি সাফারোভার বিরুদ্ধে ১-৬, ৬-১, ৬-২ গেমে জয় পান টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। তবে গোঁড়ালির ফুলে যাওয়ার কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন করেননি তিনি।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪/শরীফ