ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কিছুদিন আগে ভারতের মাটিতে পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে পাঁচটি ওয়ানডে, একটি টি-২০ এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
আগামী ৮ অক্টোবর কোচিতে দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে নামার আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ।
আজ মুম্বাইয়ে প্রথম প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের কাছে ৯ উইকেটে বড় হারের লজ্জা পেয়েছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৪৮ রানেই গুটিয়ে যায়। ওভার মোকাবেলা করে ৩৮.১। জবাবে ২৫.৩ ওভারে ১ উইকেটে ১৪৯ রান স্কোরবোর্ডে জমা করে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত ‘এ’ দল।
ওপেনার মুরালি বিজয় ২৬ রানে আউট হলেও অপর ওপেনার উন্মুক্ত চাদ ৭৯ এবং কারুন নায়ার ২৮ রানে অপরাজিত থাকেন। উন্মুক্ত চাদ ৮১ বলে ১১টি চার ও দুটি ছক্কা হাঁকান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে করে ১৪৮ রান। স্পিনার অমিত মিশ্রা তিনটি ও কার্ন শর্মা দুটি উইকেট শিকার করেন। সর্বোচ্চ ৫৬ রান করেন মারলন স্যামুয়েলস। এছাড়া লেন্ডল সিমন্স ১২, হোল্ডার ২১ ও কেমার রোচ করেন অপ: ১০ রান। ভারত ‘এ’ দলের স্পিনারদের দাপটে ক্যারিবীয় তিন ব্যাটসম্যান জনসন, ড্যারেন সামি ও টেলর রানের খাতা খুলতে পারেননি।
আগামী ৫ অক্টোবর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।