বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার উপজেলা পরিষদ নির্বাচন দখল করে নিয়েছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ধ্বংস করেছে।
আজ রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়াহাটে উপজেলা নির্বাচনের প্রচারণাকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, তাদের দুর্নীতির কারণে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। হলমার্ক, ডেসটিনিসহ বড় বড় প্রতিষ্ঠানের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়েছে তারা।
নেতাকর্মীদের প্রতি আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জোরদার আন্দোলন করে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব দিয়ে সংসদ নির্বাচন দিতে হবে।
পথসভায় ১৯ দলীয় জোট প্রার্থীরা ছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কামাল হোসেন, মামুন অর রশিদ, রেদওয়ানুল হক রেদোশাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাত অবধি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সদর উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দেবেন।