মানিকগঞ্জের সাঁটুরিয়া উপজেলার বরাইদ সাভার বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আট লক্ষাধিক টাকার বেশি বলে জানা গেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে সাভার বাজারের লিয়াকত আলীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে সেই আগুন পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। এভাবে বাজারের কয়েকটি মুদি দোকান, কাপড়ের দোকান, মোবাইল টেলিকমের দোকান, ফার্মেসির দোকানসহ সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ারম্যান ইমাম হোসেন আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।