হবিগঞ্জে দরপত্র দাখিলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সোহেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন ।
রবিবার রাত সাড়ে ৮টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সোহেল নিজনগর গ্রামের রুক্কু মিয়ার ছেলে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে মাধবপুর উপজেলার নিজনগর গ্রামের পলাশ মিয়া পাঁচ লাখ টাকায় ওই এলাকার একটি জলমহাল উপজেলা প্রশাসন থেকে ইজারা নেন। ইজারা নেওয়ার সময় একই এলাকার ফরিদ মিয়ার লোকজন বাধার সৃষ্টি করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টায় নিজনগর গ্রামে পলাশ মিয়ার লোকজনের সঙ্গে ফরিদ মিয়ার লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্য থেকে সোহেল মিয়া মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসিত জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।