চেষ্টা চলছিল ১৯৭৯ সাল থেকে। অবশেষে সাফল্য ধরা দেয় ১৯৯৭ সালে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবারের মতো খেলতে নামে ক্রিকেট মহাযজ্ঞে। প্রথমবার খেলতে নেমে স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে চমকে দেয় ক্রিকেটবিশ্বকে। সেবার টাইগারদের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। যিনি বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিও করেন পরবর্তীতে। বুলবুল এখন অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস গেড়েছেন। সেজন্য খুব ভালো করেই জানেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন কি রকম। কাল বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বিশ্বকাপে সফল হতে কি করতে হবে মাশরাফি, সাকিবদের।
১৯৯৯ সালে ইংল্যান্ডে যখন বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ, তখন উৎসবের রংয়ে রঙিন হয়ে পরেছিল গোটা দেশ। নিউজিল্যান্ড দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল পাকিস্তানকে হারিয়ে। সেই কথা স্মরণ করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুলবুল, ‘বিশ্বকাপ আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তার উপর অধিনায়ক ছিলাম। এখনো সেই কথা মনে হলে শরীরে আলাদা শিহরণ জাগে। সে সময় বিশ্বকাপ নিয়ে দেখেছি দেশবাসীর সে কি উন্মাদনা। আমরা পুরো দলও ছিলাম উত্তেজিত। বিশ্বকাপ খেলার স্বপ্ন হবে ভেবে আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম, দেশের জন্য ও দেশের মানুষের জন্য কিছু করার। এতদিন পর আমি মনে করি বিশ্বকাপ পুরো জাতিকে এক সুঁতোয় বেঁধেছিল।’ সেবার বিশ্বকাপে স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয় দুটি জীবনের অন্যতম প্রাপ্তি বলেন বুলবুল, ‘স্কটল্যান্ডের সঙ্গে কঠিন অবস্থায় থেকে জিতেছিলাম। পাকিস্তান ম্যাচের আগে গর্ডন গ্রিনিজ চলে গিয়েছিলেন। অবসরে গিয়েছিলেন নান্নু ভাই, মনি ভাই, ফারুক ভাই ও রফিক। ম্যাচের আগে রাতে আমি অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের সামনে ছোট্ট একটি বক্তৃতা দিয়েছিলাম। বলেছিলাম, নান্নু, ফারুক, মনি, রফিকদের জন্য কিছু উপহার দেওয়ার। আমি মনে করি, সেই বক্তৃতা সবাইকে আলাদাভাবে উজ্জীবিত করেছিল। অসাধারণ ক্রিকেট খেলে হারিয়েছিলাম পাকিস্তানকে। অবশ্য বিশ্বকাপে ভালো খেলার জন্য তৎকালীন ক্রিকেট বোর্ডের পরিকল্পনাও ভালো ছিল। বিশ্বকাপের এক বছর আগে আমরা ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড গিয়েছিলাম। যা বিশ্বকাপে খুব কাজে লেগেছিল।’
বুলবুল অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকতে শুরু করেছেন ২০০৬ সাল থেকে। তবে অস্ট্রেলিয়া সম্পর্কে তার ধারণা আরও আগে থেকে। ১৯৮৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন আইসিসি একাদশের পক্ষে। তাই সেখানকার কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই জানিয়েছেন সফল হতে দলকে কি করতে হবে। ব্যাটসম্যানদের টিপস দিয়েছেন সাইড স্ট্রোক অনুশীলন করতে, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উইকেটগুলোতে বলের বাউন্স বেশি। যে ব্যাটসম্যান হুক, পুল, স্কয়ার অব দ্য উইকেটে ভালো, সেই সফল হবেন। সুতরাং আমাদের ব্যাটসম্যানদের ভালো করতে সাইড স্ট্রোক বেশি করে অনুশীলন করতে হবে।’ মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আল আমিনকে নিয়ে আশাবাদী বুলবুল। এই চার পেসারকে বিশ্বকাপে সফল হতে লাইনের চেয়ে লেন্থের দিকে মনোনিবেশ করতে বলেছেন, ‘আমাদের দেশের উইকেটে যে বল গুডলেন্থ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উইকেটে সেগুলো গুড লেন্থ নয়। তাই আমি বলব পেসারদের লেন্থের প্রতি মনোযোগী বেশি হতে। তবে লাইনের প্রতিও মনোযোগ রাখতে হবে।’ ভিন্ন কন্ডিশনে খেলা। তারপরও বুলবুল মনে করেন সেরা আটে খেলার সামর্থ্য রয়েছে দলের, ‘কয়েকজন নবীন ক্রিকেটার থাকলেও বিশ্বকাপের দলটি নিয়ে আমি আশাবাদী। দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন। দলটিকে ভালো করতে হলে ভালো পরিকল্পনা থাকতে হবে। কোয়ার্টার ফাইনালে খেলতে আফগানিস্তান, স্কটল্যান্ড ছাড়াও ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারানোর আলাদা পরিকল্পনা থাকা উচিত ক্রিকেট দলের।’ তবে দলের পরিকল্পনা নিয়ে হতাশা বুলবুলের,‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোর্ডের উচিত ছিল আরও আগে সেখানে দলকে পাঠানো। এছাড়া প্রিমিয়ার ক্রিকেটে সিমিং উইকেটে ম্যাচ খেলানো উচিত ছিল ক্রিকেটারদের। অবশ্য ব্রিসবেন দুই সপ্তাহের অনুশীলন কাজে লাগবে। দলের রান চেজিং অনুশীলন করা উচিত। অস্ট্রেলিয়ায় আন্ডার লাইটে ব্যাটিং করা একটু কঠিন। এছাড়া হাই ক্যাচও অনুশীলন করা উচিত।’ সফল হতে দুই সপ্তাহ আগে অস্ট্রেলিয়া যাচ্ছে দল। ক্রিকেট দলের পরিকল্পনার অন্যতম বিষয় এটি। কিন্তু বুলবুলের মতে, আরও আগে গেলে ভালো হতো। আমি এ জন্য সন্তুষ্ট হতে পারছি না।
শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
পরিকল্পনায় অসন্তুষ্ট বুলবুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৭ ঘণ্টা আগে | জাতীয়