ছক্কা
মেলবোর্নের বিশাল মাঠ। এই মাঠের সীমানা ছাড়িয়ে ছক্কা মারার গৌরব কম ক্রিকেটারের ভাগ্যেই জুটেছে। এ গৌরব অর্জন করলেন তিন টাইগার ব্যাটসম্যান। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দল হারলেও ছক্কা মেরেছেন এনামুল হক বিজয়, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন বিজয়। লঙ্কান ইনিংসের একমাত্র ছক্কা মারেন কুমার সাঙ্গাকারা।
সাঙ্গাকারার ৪০০
ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেটরক্ষক হিসেবে ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। উইকেটরক্ষক হিসেবে ম্যাচ খেলার দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার (২৯৫)। গিলক্রিস্ট খেলেছেন ২৮৭টি। অবশ্য সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার দিক থেকে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার (৪৬৩)। এরপরই আছেন সনাৎ জয়সুরিয়া (৪৪৫) এবং মাহেলা জয়বর্ধনে (৪৪৪)।
তাতে কী!
ক্যানবেরা স্টেডিয়াম ছিল পুরোপুরি বাংলাদেশ সমর্থকদের দখলে। কাল মেলবোর্নে তেমন দৃশ্য দেখা যায়নি। তারপরও ৮/৯ হাজার প্রবাসী বাঙালিরা লাল-সবুজের পতাকা নিয়ে গ্যালারিতে উপস্থিত হন। কিন্তু ম্যাচে শোচনীয় হার মেনেছে বাংলাদেশ। এতে করে সমর্থকদের কোনো আক্ষেপ নেই। একজন বললেন, তাতে কি ম্যাচে হারজিত আছে। বিদেশে বসে নিজ দেশের খেলা দেখেছি এটাই বড় কথা।
বিরিয়ানি
মেলবোর্নে কাল বাংলাদেশের খেলা ছিল বলে প্রবাসী বাঙালিরা ব্যস্ততার মধ্যে দিন কাটান। ম্যাচের আগে অনেকের বাসায় বিরিয়ানি রান্না করা হয়। সৌরভ নামে এক সমর্থক বললেন, মেলবোর্নে বাংলাদেশের খেলা দেখব। এতো ঈদের মতোই আনন্দ লাগছে।