সেমিতে বাংলাদেশ!
বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলবে কিনা তা এখনো নিশ্চিত নয়। অথচ অনেক ক্রিকেটপ্রেমী এখনই শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তার হিসাব নিকাশ করছেন। কেউ কেউ বলছেন ভারতকে পেলে ভালই হবে। ওরা টাইগারদের বিপক্ষে নার্ভাস থাকে। তাই দু'দলের লড়াই হলে সেমিতে খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশেরই।
গেইলের মাথা
আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন ক্রিস গেইল। কাল আবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে পারেননি। ঢাকায় এক গেইল ভক্ত শোনালেন কাল তার ব্যর্থতার কারণ। বললেন, নিশ্চয় ম্যাচে ওর মাথা ঠান্ডা ছিল। ও যেদিন গরম থাকেন সেদিনই ব্যাটিংয়ে ঝড় তোলেন।