ইংল্যান্ডে বিপক্ষে বাংলাদেশের জয়ের দিন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করতে দেখা যায়। তাই অনেকের মনে সন্দেহ জন্মে ছিল পরবর্তী ম্যাচে মাশরাফি থাকছেন তো। এরপর তার বাবা গোলাম মুর্তজা অ্যাডিলেডে বসেই বলেছিলেন, ছেলেটা তার ব্যাথা নিয়ে খেলছে, তাই একটা দিন বিশ্রাম দেওয়া হলে ভালো হয়। চারদিক থেকেই গুঞ্জনটা তাই ছিল যে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন অধিনায়ক। কিন্তু মাশরাফি নিজে রাজী হচ্ছিলেন না। সর্বশেষ গতকাল রাত থেকে পরিস্থিতি এমন দাড়িয়েছে, বিশ্রাম নিতেই হচ্ছে মনে হয় মাশরাফিকে।
কোচ চান্দিকা হাতুরুসিংহে জানিয়েছেন, গলা ও পায়ের ব্যাথার উন্নতি না হলে খেলবেন না মাশরাফি। তবে সিদ্ধান্তটা আগামীকাল ম্যাচ শুরুর আগেই নেওয়া হবে, ‘ওর গলায় একটু ব্যাথা হচ্ছে। আর পায়ের ব্যাথাটাও ভোগাচ্ছে। আমরা এখনও একাদশ ঠিক করিনি। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গলা ও পায়ের ব্যাথা ছাড়াও মাশরাফির বিশ্রাম নেওয়ার আরেকটি যুক্তি আছে। ইতিমধ্যে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছে দেশ সেরা এ পেসারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে একই ঘটনা ঘটলে কোয়ার্টার ফাইনাল মিস করবেন তিনি। তাই এক্ষেত্রে বিশ্রামে থাকতে পারেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি বিশ্রামে গেলে দল সামলাবেন তার সহকারী সাকিব আল হাসান।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৫/মাহবুব