ধুমিয়ে বৃষ্টি ঝরেছে কাল হ্যামিল্টনের আকাশে। আজ বৃষ্টির সম্ভাবনা দেখেছেন অনেকেই। ম্যাচটি দুই দলের কাছেই কোনো গুরুত্ব বহন করছে না। কোয়ার্টার ফাইনাল খেলার পক্ষে কোনো বাঁধাও হচ্ছে না। তারপরও ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন টাইগার কোচ চন্ডিকা হাতুরাসিংহে। তারপরও টাইগার কোচের স্বপ্ন আরও সুদূরে। পদ্মা পাড়ের ১৬ কোটি ক্রিকেটপ্রেমীকে তার মতোই স্বপ্ন দেখতে বলেছেন। সেই স্বপ্ন কোয়ার্টার ফাইনাল ছেড়ে সেমিফাইনাল হতে পারে!
অস্ট্রেলিয়া আসার আগে কোয়ার্টার ফাইনাল টার্গেট-জানিয়েছিলেন কোচ হাতুরাসিংহে। অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে ধরাশায়ী করে সেই কাজটি এক ম্যাচ হাতে রেখেই সেরে রেখেছে বাংলাদেশ। এমন সমীকরণে টাইগাররা আজ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে। ক্রিকেট মহাযজ্ঞে টানা পাঁচ জয়ে পরাক্রমশালী দল হয়ে উঠেছে ব্ল্যাক ক্যাপসরা। সেই দলের বিপক্ষে আজ নামছে জয়ের টার্গেটে। আত্মবিশ্বাসে টুইটুম্বুর থাকলেও কাজটি সহজ হবে না বলেই মানেন কোচ, 'নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলছে। এই দলের বিপক্ষে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।' যেহেতু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। তাই এখনই পরিকল্পনা অাঁকছেন কি না, প্রশ্নোত্তরে টাইগার কোচ বলেন, 'কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় অবশ্যই ভালো লাগছে। এখনো আমাদের আরও এক ম্যাচ বাকি। সেই খেলাটি নিয়েই এখন ভাবনা আমাদের। এরপর আমরা ভাববো কোয়ার্টার ফাইনাল নিয়ে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা এখন কিছু করতে চাই, যা অতীতে হয়নি।'
পাঁচ ম্যাচে তিন জয়। হার শুধু শ্রীলঙ্কার কাছে। টাইগাররা অদম্য ক্রিকেট খেলছে কোচ হাতুরাসিংহের কোচিংয়ে। অথচ শুরুটা ভালো ছিল না হাতুরাসিংহে। ঘরের মাটিতে হেরেছিল ভারতের দ্বিতীয় শ্রেণির জাতীয় দলের কাছে। তবে দল ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে সিরিজে। টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে। সেই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ উড়ে আসে বিশ্বকাপ খেলতে। কিন্তু প্রস্তুতি ম্যাচগুলোতে হারায় সমালোচনার তীক্ষ্নবাণে জর্জরিত হয় দল ও কোচ। তারপরও হাল ছাড়েননি হাতুরাসিংহে। সঠিক দিক নির্দেশনায় দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। এই ভালো করার রহস্যের ব্যাখ্যায় হাতুরাসিংহে বলেন, 'ছেলেরা দেশের জন্য খেলছে। তারা সব সময়ই কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। কখনোই পরিশ্রম করতে অনীহা করে না। এটাই তাদের সাফল্য পাওয়ার মুল কাঠি।' হাতুরাসিংহেকে দায়িত্ব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান কন্ডিশনে অভ্যস্ত বলে। আজকের ম্যাচের আগ পর্যন্ত কাজটি বেশ ভালোভাবেই করেছেন কোচ। সেই কাজটি আরও সুচারুভাবে শেষ করে দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার স্বপ্ন টাইগার কোচের।