টানা সাতটা পরাজয়ের দুঃসহ স্মৃতি নিয়ত পীড়া দিয়ে চলেছে নিউজিল্যান্ডকে। ব্রেন্ডন ম্যাককালামরা এই যন্ত্রণা নিয়েই আজ হ্যামিল্টনের সিডনি পার্কে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপের এ গ্রুপে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিশ্চিত করেছে নিউজিল্যান্ড আগেই। আজকের ম্যাচের গুরুত্ব তেমন একটা নেই। বাংলাদেশও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচকে খুব গুরুত্ব দিচ্ছে না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখার একটা তাগাদা নিশ্চয়ই আছে মাশরাফিদের মনে। তেমনি নিউজিল্যান্ডও অতীতের একটা প্রতিশোধ নিতে পারে। তবে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম প্রতিশোধ নন, জয় চান। তিনি বলেন, 'আমাদের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই। আমরা কেবল জয়ের ধারা ধরে রাখতে চাই।'