সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে ফের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ও তৃতীয় স্থানে থাকা কলম্বিয়াও তাদের স্থান ধরে রেখেছে। ফিফা গতকাল তাদের সর্বশেষ র্যাংকিং ঘোষণা করে। ১৫৭তম স্থানে থাকা বাংলাদেশের অবনমন হয়েছে আরো পাঁচ ধাপ। ১১২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২তম।
২০১৪ বিশ্বকাপ জয়ের সুবাদে ফিফার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তাদের অর্জিত পয়েন্ট ১৭৭০। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের রানার্স আপ আর্জেন্টিনা। তাদের সংগ্রহ ১৫৭৭ পয়েন্ট। আর ১৪৯৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলম্বিয়া। চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, উরুগুয়ে ও ইতালি।
ফিফার ঘোষিত সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষ দশে ছিলো না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। দুই ধাপ এগিয়ে স্পেনকে পেছনে ফেলে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইতালি। ফলে ১১তম স্থানে থাকতে হচ্ছে স্পেনকে।
বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ ২০১৫/শরীফ