ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এনামুল হক বিজয়ের কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার নিজের ফেসবুক ফ্যান পেজে এ সুখবরটি দিয়েছেন এনামুল।
বৃহস্পতিবার বিজয়ের কাঁধের সফল অস্ত্রোপচার করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগের তত্ত্বাবধানে। শুক্রবার ফেসবুকে অস্ত্রোপচারের একটি ছবি পোস্ট করেছেন এনামুল। সেখানে তিনি লিখেছেন— ‘আলহামদুলিল্লাহ! সফলভাবে কাঁধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।’
উল্লেখ্য, বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাউন্ডারি থেকে একটি নিশ্চিত চার বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন এনামুল। চোট গুরুতর হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। তার বদলে দলে ডাকা হয় ইমরুল কায়েসকে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব