ইংল্যান্ডের বিপক্ষে গতি আর সুইং দিয়ে ব্যাটসম্যানদের একাই ধসিয়ে দিয়েছিলেন রুবেল হোসেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচের মতো কারিশমা দেখাতে না পারলেও একাবারে খারাপ করেননি তিনি। ৫ ইকোনোমিক রেটে ৮ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন বাগেরহাটের এই পেসার। তবে আসল কথা হলো নিউজিল্যান্ডের বিপক্ষে এদিন গতির ঝড় তুলেন রুবেল।
হ্যামিল্টনের সিডন পার্কে ম্যাচের সবচেয়ে গতির বলটাই আসে বাংলাদেশি পেসার রুবেলে হাত থেকে। তার গতি ছিল ঘণ্টায় ১৪৫.৬ কিলোমিটার। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তার হাত থেকে আসে ঘণ্টায় ১৪২.৪ কিলোমিটার গতির একটা বল। তিন নম্বরের স্থানটিও কিন্তু বাংলাদেশি পেসারের। তাসকিন আহমেদ করেন ১৪২.১ কিলোমিটার গতির সেই বলটি।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৫/মাহবুব